সৈয়দপুরে রাতের অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব আটটি পরিবার
Published: 11th, February 2025 GMT
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যক্তিদের।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আসবাব, ইলেকট্রনিকসামগ্রী, ধান, চাল, টাকাসহ সব ধরনের মালামাল পুড়ে যায়। এ ছাড়া দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। তবে কোনো হতাহত হয়নি।
আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে পারছিল না তারা। খবর পেয়ে পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায়। সবার সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত সেকেন্দার দাবি করেন, তাঁর দুটি আধা পাকা টিনশেড ঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁর ভাই সাইদুল ইসলামেরও সমপরিমাণ ক্ষতি হয়েছে। বাদশা মিয়ার পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে প্রতিবেশী আবদুল কাদের ও তাঁর সন্তানদের সাতটি থাকার ঘর, দুটি রান্নাঘর, ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি গরু আগুনে পুড়ে যায়। এতে তাঁদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতায় আটটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
শিল্পকলায় অনুষ্ঠিত হলো ‘সাধুমেলা’
মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা সমাজের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলা “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সাধুমেলায় শুরুতে সমবেত কণ্ঠে লালনের ‘ভক্তিমূলক গান’ পরিবেশিত হয়। লালনসংগীত পরিবেশন করেন ফকির শামসুল সাঁই, ‘তিন পাগলে হলো মেলা’ পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা। উপস্থাপনা করেন শেখ জামাল উদ্দিন টুনটুন। শ্রীকৃষ্ণ গোপাল পরিবেশন করেন ‘লীলার যার নাইরে সীমা’ এবং ‘দেখো দেখো মনো রায় হয়েছে’। গান পরিবেশন করেন দিপা মণ্ডল। ওমর আলী পরিবেশন করেন ‘আচলা ঝোলা তিলক মালা’। লালনসংগীত পরিবেশন করেন মোঃ মিরাজ সিকদার ‘আমি ওই চরণে দাসের যোগ্য নই’, আকলিমা ফকিরানী এবং লাভলী শেখ ‘রসো প্রেমে ঘাট ভাড়িয়ে তরী বেওনা’।
পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন মোঃ সমির হোসেন, ফারজানা আফরিন ইভা পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপজল করে’ এবং লালনের গান ‘মন তোর এমন জনম আর কী হবে রে’ পরিবেশন করেন মোঃ মুক্তার হোসেন। এরপর লালনসংগীত পরিবেশন করেন মোসাঃ লিনা খাতুন ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’, মনিরুল ইসলাম এবং আবু শাহীন খান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লালনের গান।