৭ বছর পর চুরির মামলায় দুই সাংবাদিক আসামি
Published: 11th, February 2025 GMT
কুড়িগ্রামে ৭ বছর ২ মাস পর দোকানে চুরি ও লুটপাটের ঘটনায় দুই সাংবাদিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার কুড়িগ্রাম সদর থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ।
মামলায় কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। আসামি দুই সাংবাদিক হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।
মামলার বাদী মাহফুজার রহমান অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ ডিসেম্বর যুবলীগের নেতার নেতৃত্বে আসামিরা তার দোকানে চাঁদা দাবি করতে গিয়ে মারধর ও লুটপাট করেন, যার ফলে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে সাংবাদিক আব্দুল খালেক ফারুক ও হুমায়ুন কবির সূর্য দাবি করেছেন, তারা কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জানান, দুই সাংবাদিকই পেশাদার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১৯০ কোটি টাকার এমওপি সার ও রক ফসফেট কিনবে সরকার
রাশিয়া থেকে ১৯০ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন এমওপি সার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২০২৪-২০২৫ বছরে টিএসপিসিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭০% বিপিএল মিনিমাম) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮২ কোটি ২৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টন রক ফসফেটের দাম পড়বে ২২৮.৫০ মার্কিন ডলার।
এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাশিয়ার ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টরগ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশননের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। রাশিয়ার প্রোডিন্টরগ থেকে এই সার আনতে ব্যয় হবে ১০৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৯৪.৫০ মার্কিন ডলার।
বিএইচ