সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো.

ওমর ফারুক। ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

আইনজীবী জানান, এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল পিটিশনার হয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

ইসির আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএইচ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করা এসব মামলা মিথ্যা ও বানোয়াট। মামলাগুলো থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৩০ অক্টোবর পৃথক আট মামলায় জারি করা রুল মঞ্জুর করে এ রায় দেন। রায়ে মামলাগুলো বাতিল করা হয়।

খালেদা জিয়ার পক্ষে এসব মামলায় শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

মামলা বাতিল প্রসঙ্গে তাঁর আইনজীবীরা সাংবাদিকদের বলেন, আদালত রুল মঞ্জুর করে রায় দিয়েছেন। এর ফলে মামলাগুলো বাতিল হয়ে গেছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে বাস পোড়ানোর অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় ২০১৫ সালের ২৯ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ১ মার্চ, ৩ মার্চ এবং যাত্রাবাড়ী থানায় ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি আটটি মামলা করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ হাইকোর্টের
  • ফার্মগেট থেকে সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেফতার
  • শিক্ষক ছবিরুলকে একাডেমিক–প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
  • ভয় দেখিয়ে নয়, ভালবাসা দিয়ে জয় করতে হয়
  • ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
  • ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন
  • ৮০ শতক জমি নিয়ে ১৮ বছরের টানাপোড়েন
  • বিচারক এজলাসে ওঠেননি, সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলার শুনানি হয়নি
  • খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ