আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, দর কমেছে ১১৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।
ডিএসইতে ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৮ কোটি ৯০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৯ পয়েন্টে।
সিএসইতে ২২২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬ টির দর বেড়েছে, কমেছে ৬৮ টির এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ড এসই
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে লেনদেন চলছে, সূচকের উত্থান
চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বুধবার লেনদেন শুরুর পর দুই ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫ হাজার ২১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ৩৮৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৭৩টির।
আরো পড়ুন:
বিএসইসি চেয়ারম্যান-কলম্বো স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান সাক্ষাৎ
ফার্স্ট ফাইন্যান্সের সিইও হলেন আব্দুল বারী
অন্যদিকে, সিএসইর সিএসইএক্স সূচক ২১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৮ হাজার ৮২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই সূচক ৩০.৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক সিএসআই ২.৭১ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে এবং সিএস৩০ সূচক ৯.৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৬৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ১৪১টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির।
ঢাকা/এনটি/রফিক