সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চলে। এরমধ্য সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে।

এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীররাতে পুলিশের অভিযানে পাঁচজনসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজই আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না।

অবশেষে শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিএনপির সব পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার নির্দেশ

নারায়ণগঞ্জ জেলায় বিএনপির সকল ইউনিট কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র। নির্দেশনায় ৭ দিনের মধ্যে ৫ সদস্যের আহবায়ক কমিটি ৩১ সদস্যে উন্নতি করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী আগামী ৯০ দিনের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করাও নির্দেশনা দেয়া হয়েছে।


সোমবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ্য করেন, ক) নারায়ণগঞ্জ জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদনের ক্ষেত্রে জেলা বিএনপি'র আহবায়ক মামুন মাহমুদ, ১নং যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং যুগগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজীব এর যৌথ স্বাক্ষর থাকতে হবে।

খ) নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটিকে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে উন্নীত করে একটি লিখিত তালিকা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

গ) আগামী ৯০ দিনের মধ্যে জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি'র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করতে হবে। চিঠিতে জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের কোন সাইনিং পাওয়ার রাখা হয়নি। যদিও তিনি আহবায়ক কমিটির ৫ নাম্বার সদস্য।

এ বিষয়ে মামুন মাহমুদ বলেন, কেন্দ্র থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি আমি পেয়েছি।

চিঠিতে ৩১ সদস্যের আহবায়ক কমিটি সাত দিনের মধ্যে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই কমিটি করে কেন্দ্রে জমা দেবো ইনশাআল্লাহ।

তিনি আরো জানান, ৩১ সদস্যের কমিটি করার পর বৈঠক ডেকে জেলার বিভিন্ন ইউনিট কমিটিগুলি কিভাবে করা যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

আমি আশা করছি এবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় দল সাংগঠনিক ভাবে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেবে ইনশাআল্লাহ। কারণ এসব কমিটি আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত: গত ২ জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াস উদ্দিনকে।
 

সম্পর্কিত নিবন্ধ