আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত ছবি 'বান্ধব'। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে 'বান্ধব' সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি।

সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি মুক্তির জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ শে ফেব্রুয়ারিতে 'বান্ধব' মুক্তিতে বাধা নেই।

ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খান সহ অনেকে।

অনুপ বড়ুয়া বলেন, বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারী অনুদানের 'ছায়াবৃক্ষ'-এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের ছবি ছিল, তাই ওটা আগে রিলিজ দিতে হয়েছিল। এখন বান্ধব রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য ছবিটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ শে ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।

মৌ খান জানান, তিনি এ ছবিতে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন। বলেন, এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে।

বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ঝরল নারীর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার যাত্রী ববি দেবনাথ (৩৩) নামে এক নারী মারা গেছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কর রাধিকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া ববি দেবনাথ জেলার বাঞ্চারামপুর উপজলার দশমী গ্রামর তাপস দেবনাথর স্ত্রী। 

আরো পড়ুন:

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নবীনগর থানার সেকন্ড অফিসার আবদুল মানাস বলেন, “আজ দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা নবীনগর যাচ্ছিল। রাধিকা এলাকায় পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার কর নবীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ববি দেবনাথকে মৃত ঘাষণা করন। অটারিকশা ও মোটরসাইকলটি জব্দ করা হয়ছে। প্রয়াজনীয় আইনগত ব্যবস্থ্য নেওয়া হবে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ