জন্ম পরিচয়হীন শিশুর গল্প নিয়ে বান্ধব সিনেমা মুক্তি পাচ্ছে ২১ ফেব্রুয়ারি
Published: 11th, February 2025 GMT
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত ছবি 'বান্ধব'। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে 'বান্ধব' সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি।
সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি মুক্তির জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ শে ফেব্রুয়ারিতে 'বান্ধব' মুক্তিতে বাধা নেই।
ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খান সহ অনেকে।
অনুপ বড়ুয়া বলেন, বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারী অনুদানের 'ছায়াবৃক্ষ'-এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের ছবি ছিল, তাই ওটা আগে রিলিজ দিতে হয়েছিল। এখন বান্ধব রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য ছবিটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ শে ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।
মৌ খান জানান, তিনি এ ছবিতে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন। বলেন, এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে।
বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন গ্রেপ্তার
ফেনীতে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান (৬০), দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২), রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খাজা মাঈনুদ্দিন চিশতী (৫৫), সেকান্তরপুরের আলাউদ্দিন (৪৭), সোনাগাজীর বাদুরিয়ার মো. ইউনুছ (৪৫), মান্দারী গ্রামের মাবুল হক (৬৭), বগাদানার বাহার উল্যাহ (৪৮), ছাগলনাইয়ার পশ্চিম দেবপুরের ওবায়দুল হক (৭০), পরশুরামের বক্সমাহমুদের আবদুল হামিদ (৪৮), ফেনী সদরের কাজীরবাগের অহিদুল্লাহ (৪০), শর্শদির ইসমাঈল হোসেন (৪০), মধ্যম চাড়িপুরের গোলাম রসুল (৩৬) ও পৌরসভার রামপুরের নাইমুল ইসলাম। তাঁরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
এর আগে সোমবার দুপুরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগের কর্মী মো. ইসমাঈল (৩০), ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগের কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েমকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার ১৬ জনকে ৫ আগস্ট–পরবর্তী ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।