ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনই পোশাক শ্রমিক ছিলেন।  

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচ তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে তারা এ বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানিয়েছে, হাফিজা রাতে বাসায় ফিরে শাওনের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন। সে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই স্বামীর মরদেহ বিছানায় নামিয়ে সে রশি দিয়েই আত্মহত্যা করেন হাফিজা। 

আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন জানান, তারা কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/সাব্বির/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ধর্ষণচেষ্টা: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতে ওই কিশোরী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ওই কিশোরী (১৪)। কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠে। এ সময় অটোরিকশাটিতে আরো দুই যুবক উঠে। কিন্তু, অটোরিকশাটি ভুক্তভোগীর বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে যায়। ভুল পথ দেখে কিশোরী অটোরিকশা থামাতে বলে। কিন্তু, চালক না থামিয়ে চলতে থাকেন। একপর্যায়ে দুই যুবক কিশোরীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী অটোরিকশা থেকে লাফ দেয়। এতে তার এক চোখের অংশ, মুখ ও হাত থেঁতলে গেছে।

আরো পড়ুন:

চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ