মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পদ্মা সেতুর টোল প্লাজার ওজন স্কেলের সামনে থেকে ট্রাক–পলিথিনসহ ওই দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পলিথিন বহন করা ট্রাকের চালক শরিফুল ইসলাম (৩৪), চালকের সহকারী মো.

সজল (২২)। তাঁরা দুজনই যশোরের বেনাপোলের ছোট আছড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাঁসাড়া হাইওয়ে থানার একটি দল এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযান চালায়। তখন মাওয়ামুখী একটি ট্রাক থেকে প্রায় ১০ টন পলিথিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপারেশন ডেভিল হান্ট, বরিশালে গ্রেপ্তার ১৬

অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বরিশাল জেলা পুলিশ সুপার বলেন, “দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।”

একই সময়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা একাধিক হামলা মামলার আসামি বলে জানান তিনি। এছাড়া বিকেলে নগরীর রসুলপুর কলোনীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়েছে।

ঢাকা/পলাশ/এস

সম্পর্কিত নিবন্ধ