প্রধান বিচারপতির সঙ্গে কমিশনার-ডিসিদের সাক্ষাৎ ১৭ ফেব্রুয়ারি
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের দেওয়া এক নথিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ওইদিন বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত করে হত্যাকারীদের শাস্তি দাবি
খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবে শেখ বেলাল উদ্দিনের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক।
এতে বক্তারা বলেন, শেখ বেলাল উদ্দিন ছিলেন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। সভায় বক্তারা বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।
আরো পড়ুন:
স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড
পাবনায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরের পরিচালনায় বক্তৃতা করেন খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন প্রমুখ। পরে শেখ বেলাল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
২০০৫ সালের ৫ ফেব্র্রুয়ারি খুলনা প্রেস ক্লাব চত্বরে সন্ত্রাসীদের বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন গুরুতর আহত হন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা/নুরুজ্জামান/বকুল