আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে এ মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি।

আজ মঙ্গলবার ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো.

সানাউল্লাহ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বর ২০২৫–এ ইলেকশন; আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬–এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব।’ আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনো অপরিবর্তিত বলে জানান।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কি না। এতে কেমন সময় লাগতে পারে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব কটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।

সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

আরেক প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না। তার আগে এটি বলা সম্ভব নয়।

ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড স ম বর

এছাড়াও পড়ুন:

আট বছর পর একসঙ্গে ফুয়াদ-ইমরান

নতুন গানের জন্য আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। এই শিল্পী ও সংগীত পরিচালক জুটি এরই মধ্যে প্রকাশ করেছেন তাদের নতুন গান ‘মন বুঝলি না’।

গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

সম্প্রতি শিল্পী ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করে। দুই দিনের মাথায় ছয় মিলিয়নের বেশি শ্রোতা গানটি শুনেছেন। সেসব শ্রোতার কাছ থেকেই এখন আয়োজন নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ফুয়াদ-ইমরান জুটি।

ইমরানের কথায়, ‘অল্প সময়ে এত সাড়া পাওয়া অন্য রকম ভালো লাগার। এই ভালো লাগাটুকুর জন্যই আমরা শিল্পী ও মিউজিশিয়ানরা নিরলস কাজ করে যাই। তবে শ্রোতার প্রত্যাশা পূরণের কৃতিত্বটা আমার একার নয়। যারা ‘মন বুঝলি না’ নামের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন, প্রশংসা তাদের সবারই প্রাপ্য।’

আট বছর পর ফুয়াদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ইমরান বলেন, ২০১৭ সালে ফুয়াদ আল-মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। আবদার রহমানের লেখা সেই গান অনেকের মনে ছাপ ফেলেছিল। তখন থেকেই অনেকে চাইছিলেন, আমরা একসঙ্গে আরও কিছু কাজ করি। কিন্তু দু’জনের অবস্থান দুই দেশে হওয়ায় নিয়মিত কাজের সুযোগ ছিল না। কিন্তু কাজ করার ইচ্ছা দু’জনেরই ছিল। তাই এতদিন পরে আবার নতুন আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে ওঠা। ভিন্নতা নিয়ে আসার জন্য গানের ভিডিওতে আনকোড়া মডেল সুমনাকে নেওয়া। নিপুণ অভিনয়ের মধ্য দিয়ে সুমনাও বুঝতে দেননি গানের মডেল হয়ে পর্দায় এটাই তাঁর প্রথম উপস্থিতি।’

সম্পর্কিত নিবন্ধ

  • স্কুটারে এড শিরানকে গ্রাম ঘুরে দেখালেন অরিজিৎ সিং
  • ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • ডিসেম্বর মাস ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ
  • ২২ বছর পর বান্দরবান বিএনপিতে ঐক্যের সুর
  • ‘আমাদের টিমওয়ার্কটাও উদাহরণ হিসেবে থাকুক’
  • ৪০ বছর একসঙ্গে থেকেও কেউ পিঠে ছুরি মারতে পারে: সালমান
  • হাবিবের ভালোবাসা গানে মডেলও ভালোবাসার মানুষ
  • আট বছর পর একসঙ্গে ফুয়াদ-ইমরান
  • কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় করতে যাবেন পর্বতারোহী শাকিল