গুয়াতেমালায় সেতু থেকে গিরিখাতে বাস, নিহত ৫১
Published: 11th, February 2025 GMT
গুয়াতেমালায় একটি মহাসড়কে সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
গুয়াতেমালা সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর অগ্নিনির্বাপণ বাহিনীর একজন মুখপাত্র।
সান অগাস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে বাসটি রাজধানীর মধ্য দিয়ে যাচ্ছিল। একটি ব্যস্ত মহাসড়কে অবস্থিত সেতু পুয়েন্তে বেলিসে থেকে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। গিরিখাতের ওপর ওই সেতু দুই পাশের সড়কে সংযুক্ত করেছে।
অগ্নিনির্বাপণ বাহিনীর মুখপাত্র কার্লোস হারনান্দেজ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অগ্নিনির্বাপণ অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গিরিখাতের নোংরা পানির ভেতর উল্টে থাকা একটি বাসের একাংশ ডুবে আছে।
আরও পড়ুনগুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ১৫০০৭ নভেম্বর ২০২০এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বেরনার্দো আরেভালো। তিনি দেশটির সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।