গুয়াতেমালায় সেতু থেকে গিরিখাতে বাস, নিহত ৫১
Published: 11th, February 2025 GMT
গুয়াতেমালায় একটি মহাসড়কে সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
গুয়াতেমালা সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর অগ্নিনির্বাপণ বাহিনীর একজন মুখপাত্র।
সান অগাস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে বাসটি রাজধানীর মধ্য দিয়ে যাচ্ছিল। একটি ব্যস্ত মহাসড়কে অবস্থিত সেতু পুয়েন্তে বেলিসে থেকে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। গিরিখাতের ওপর ওই সেতু দুই পাশের সড়কে সংযুক্ত করেছে।
অগ্নিনির্বাপণ বাহিনীর মুখপাত্র কার্লোস হারনান্দেজ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অগ্নিনির্বাপণ অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গিরিখাতের নোংরা পানির ভেতর উল্টে থাকা একটি বাসের একাংশ ডুবে আছে।
আরও পড়ুনগুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ১৫০০৭ নভেম্বর ২০২০এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বেরনার্দো আরেভালো। তিনি দেশটির সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাকের ধাক্কায় সড়কে পড়েছিলেন প্রতিবন্ধী নারী, ঘটনাস্থলেই মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি। পরে নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ভবঘুরে ছিলেন। আজ সকালে কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সড়কে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। তবে নারীর নাম পরিচয় জানা যায়নি। পরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।