গুয়াতেমালায় একটি মহাসড়কে সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

গুয়াতেমালা সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর অগ্নিনির্বাপণ বাহিনীর একজন মুখপাত্র।

সান অগাস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে বাসটি রাজধানীর মধ্য দিয়ে যাচ্ছিল। একটি ব্যস্ত মহাসড়কে অবস্থিত সেতু পুয়েন্তে বেলিসে থেকে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। গিরিখাতের ওপর ওই সেতু দুই পাশের সড়কে সংযুক্ত করেছে।

অগ্নিনির্বাপণ বাহিনীর মুখপাত্র কার্লোস হারনান্দেজ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অগ্নিনির্বাপণ অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গিরিখাতের নোংরা পানির ভেতর উল্টে থাকা একটি বাসের একাংশ ডুবে আছে।

আরও পড়ুনগুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ১৫০০৭ নভেম্বর ২০২০

এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বেরনার্দো আরেভালো। তিনি দেশটির সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিপিএলে বৃষ্টিস্নাত দিন, আবাহনী জিতলেও মোহামেডানের হার 

ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবারের তিন ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টিস্নাত দিনে পরে ব্যাটিং করে আবাহনী ৪ উইকেটে, গুলশান ক্রিকেট ক্লাব ৩ উইকেটে এবং লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। রূপগঞ্জ হারিয়েছে মোহামেডানকে। 

বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে অনুষ্ঠিত ম্যাচ ২২ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টির আগে মোহামেডান ব্যাটিং বিপর্যয়ে পড়ায় ছোট লক্ষ্য পেয়ে রূপগঞ্জ দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। 

এদিন মিরপুর স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। পরে বৃষ্টি নামলে ২২ ওভারে নেমে আসা ম্যাচে ৯৪ রানের লক্ষ্য পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় দলটি। তবে রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম শূন্য করেন। অন্য ওপেনার সাইফ হাসান ৫৫ ও তিনে নামা সৌম্য ৩৬ রান করে দলকে জেতান। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পারে। আবাহনী ২২ ওভারে ১৫৭ রানের লক্ষ্য পায়। ওই রান তারা ১৯.২ ওভারে তুলে ফেলে। অগ্রণী ব্যাংকের ইমরুল কায়েস ৪৮ রান করেন। আবাহনীর অনিক ২৫ ও মাহফুজুর রাব্বি ২০ রান করেন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। গুলশান ক্লাবকে ২২ ওভারে ১৬৫  রানের লক্ষ্য দেওয়া হয়। ২ বল থাকতে জয় তুলে নেয় গুলশান। দলটির হয়ে মেহেদী হাসান ২৪ বলে ৪৩ রান করেন। নাঈম ইসলাম ৩৩ বলে ৫৬ রান করে দলকে জেতান। 

সম্পর্কিত নিবন্ধ