চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধর্ষণ মামলার এক আসামি ধরতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে এসেছে র‍্যাবের একটি দল। গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটেছে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, র‍্যাব-৭–এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিনের নেতৃত্বে র‍্যাবের একটি দল ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে গোডাউন এলাকায় যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে র‍্যাব সদস্যদের বাধা দেন। একপর্যায়ে তাঁরা র‍্যাবের গাড়ির সামনে অবস্থান নিয়ে তা আটকে দেন। এই পরিস্থিতিতে র‍্যাবের দলটি আসামি গ্রেপ্তার না করে ঘটনাস্থল ত্যাগ করে।

জানতে চাইলে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনা কিছুটা সত্য। আসামি ধরতে গিয়ে বাধার মুখে র‍্যাব সদস্যরা চলে আসেন।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক

রাজধানীর রামপুরা থানার তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ। 

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা থানার তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি ১১ এপ্রিলের। ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ