পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দিল কোম্পানিগুলো।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—শাইনপুকুর সিরামিকস লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, আমান ফিড, আমান কটন ফেব্রিক্স, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, সিলভা ফার্মা, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, একমি পেস্টিসাইডস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং খান ব্রাদার্স।

আরো পড়ুন:

তিন কোম্পানি ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত 

মুদ্রানীতি ঘোষণা
অর্থবছরের প্রথমার্ধে কঠিন সময় পার করেছে পুঁজিবাজার

কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য শাইনপুকুর সিরামিক ২ শতাংশ নগদ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৩ শতাংশ নগদ, আমান ফিড ১০ শতাংশ নগদ, আমান কটন ১০ শতাংশ নগদ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ১ শতাংশ নগদ, সিলভা ফার্মা ১ শতাংশ নগদ, নাভানা ফার্মা ১৪ শতাংশ নগদ, একমি পেস্টিসাইডস ০.

২৫ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ৩ শতাংশ নগদ, বেস্ট হোল্ডিংস লিমিটেড ১০ শতাংশ নগদ, এবং খান ব্রাদার্স ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ নগদ

এছাড়াও পড়ুন:

বার্সেলোনা নয়, মেসি মায়ামিতেই থাকছেন

লিওনেল মেসির এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির সঙ্গে চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এর কোথায় যাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার? গুঞ্জন ছিল বার্সেলোনা বা নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দিতে পারেন এই ফরোয়ার্ড। তবে সেই জল্পনা-কল্পনাতে পানি ঢেলে দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’-এর দাবি, মেসির সাথে মায়ামির চুক্তি নবায়ন প্রক্রিয়া মোটামুটি চূড়ান্ত।

মেসি দারুণ খেলছে মায়ামিতে। ৩৭ বছর বয়সেও এই আর্জেন্টাইন তারকার বয়স যত বাড়ছে, ততই উজ্জ্বল হচ্ছে পারফরম্যান্স। বার্সেলোনার কিংবদন্তি এই বাঁ-পায়ের জাদুকর মায়ামির হয়ে ২০২৪-২৫ মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। স্বাভাবিকভাবেই এমন ‘সোনার ডিম পাড়া হাঁস’কে ছেড়ে দিবে না ক্লাবটি।

মেসির দুর্দান্ত পারফরম্যান্স এবং মার্কেট ভেল্যুই ইন্টার মায়ামির ক্রীড়া বিভাগকে চুক্তি নবায়নের দিকে বাধ্য করেছে। ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের মতে, মেসির চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে ইন্টার মায়ামি। এই চুক্তি নবায়ন মায়ামির নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এর উদ্বোধনের সঙ্গেও মিল রেখে হতে পারে। যেখানে পরবর্তী মৌসুম থেকে ক্লাবটির ঘরোয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘লাস গারসাস’-এর প্রধান আকর্ষণ হিসেবে মেসির উপস্থিতি এই সময়ে অপরিহার্য বলে ধরা হচ্ছে।

আরো পড়ুন:

মেসি ম্যাজিকে সেমিফাইনালে মায়ামি

গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

এছাড়াও মায়ামিতে মেসির জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এখানে তিনি তার সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং ইয়র্দো আলবার সঙ্গে খেলছেন। আর দলের কোচ হিসেবে আছেন তারই সাবেক সতীর্থ ও স্বদেশি, হাভিয়ের মাসচেরানো। এই ক্রীড়া প্রকল্পে মেসিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা (৪২), সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী (২১)। তাছাড়া তিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ও গণমাধ্যম ব্যক্তিত্বও ৭ বারের ব্যালন ডি-ওর জয়ী।

মেসির এই ধারাবাহিকতা পেছনে কারণও আছে। মায়ামিতে খেলার সুবাদে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনিষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতিটা দারুণভাবেই সারছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। সবকিছু ঠিক থাকলে এটাই মেসির জাতীয় দলের হয়ে শেষ বড় টুর্নামেন্ট।

ইন্টার মায়ামির সভাপতি জর্জ মাসও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “তার (মেসির) ইচ্ছে হলো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা এবং শিরোপা রক্ষা করা, যা আমাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ২০২৪ সালের জুনে ‘ইএসপিএন আর্জেন্টিনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেও বলেছিলেন, “আমার মনে হয় ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: ঢাকায় গড় উপস্থিতি ৮৫ শতাংশ
  • জার্মানির ২৮ লাখ নাগরিক জীবনে ইন্টারনেট ব্যবহার করেননি
  • বার্সেলোনা নয়, মেসি মায়ামিতেই থাকছেন
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি`র আত্মপ্রকাশ
  • মিরাজ বর্ষসেরা, দর্শকের হৃদয়ে জায়গা করে নিলেন ঋতুপর্ণা
  • বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকদের পছন্দে সেরা ঋতুপর্ণা
  • রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা শনিবার, কেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের সতর্কতা
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ২ কোম্পানি
  • আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন