স্পোর্টিং-ডর্টমুন্ড ম্যাচটি মূলত দুই স্ট্রাইকারের লড়াই
Published: 11th, February 2025 GMT
নতুন নিয়মে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হচ্ছে। রবিন রাউন্ড লিগের সেরা ৮ দল ওঠে গিয়েছে সরাসরি সেরা ষোলোতে। পরের ১৬টি দল থেকে প্লে-অফের মাধ্যমে ৮টি দল বেছে নেওয়া। আজ (১১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই লড়াইয়ে মাঠে নামছে স্পোর্টিং সিপি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই আসরে ম্যানসেটার সিটিকে উড়িয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল স্পোর্টিং, অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ ডর্টমুন্ড। তবে শেষ কিছুদিন কেউই নেই তাদের সেরা ফর্মে।
এই ম্যাচে দুই দলের ডাগ আউটেই থাকবেন দুজন নতুন কোচ। নিকো কোভাচ তো ডর্টমুন্ডকে মাত্র ১ ম্যাচের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েই নেমে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায়। তবে সেই এক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর নয় ক্রোয়েট ম্যানেজারের জন্য। ২০০৮ সালের পর জার্মান ক্লাবটির দায়িত্বে থাকা কোন কোচই তাদের প্রথম বুন্দেসলিগার ম্যাচ হারেননি। তবে শনিবার স্টুর্টগার্টের বিপক্ষে ২-১ বুবধানে হেরে কোভাচের সেই অভিজ্ঞতা হয়েছে।
অন্যদিকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই ছন্দ হারিয়েছে স্পোর্টিং। জোয়াও পেরেইরার হাত ঘুরে পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব এখন রুই বর্গেসের কাঁধে। এই ৪৩ বছর বয়সী কোচের অধীনে পর্তুগিজ লিগে ৫ ম্যাচের ৪টিতে জিতে এবং ১টিতে ড্র করে এখন টেবিলের চূড়ায় আছে সিপি। তবে চ্যাম্পিয়নস লিগে এখনও উতরাতে পারেননি বর্গেস।
আরো পড়ুন:
৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়
এই ম্যাচটা একই সাথে দুই দলের দুই স্ট্রাইকারেরও বটে। ডর্টমুন্ড বুন্দেসলিগায় টেবিলের ৯ নম্বরে থাকলেও তাদের ফরাসি স্ট্রাইকার সেরহু গিরাসি ঠিকই গোলের দেখা পাচ্ছেন নিয়মিত। এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার ৯ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে স্পোর্টিংয়ের ভিক্টর গিওকেরেস আগামী মৌসুমে ইউরোপের বড় দলগুলোর প্রধান টার্গেট। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩৪ গোল। যদিও সবশেষ লিগ ম্যাচে পোর্তোর বিপক্ষে এই সুইডিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধ্বের ২১ মিনিট মাঠে ছিলেন চোটের কারনে।
এরআগে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল চারবার। সেখানে ডর্টমুন্ডের ৩ জয়ের বিপরীতে স্পোর্টিং জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে।
স্পোর্টিং এবারের আসরের লিগ পর্বে ম্যানচেস্টার সিটির মতো দলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তবে এরপর আমোরিম দল ছাড়লে ছন্দ হারায় দলটি। রাতে ঘরের মাঠে হোসে আলভালাদে স্টেডিয়ামে আবারও পুড়োনো রূপে ফেরার একটা সুযোগ পাচ্ছে স্পোর্টিং। বর্গেসের দল ডর্টমুন্ডের মত ইউরোপের জায়ান্টকে হারিয়ে কি তাক লাগাতে পারবে আবারও? উত্তরটা সময়ে কাছে তোলা থাক সময়ের কাছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।