পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করায় ওই তিনি কোম্পানিকে ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—বেস্ট হোল্ডিংস, মোজাফ্ফর হোসেন স্পিনিং এবং একমি পেস্টিসাইডস।

আরো পড়ুন:

মুদ্রানীতি ঘোষণা
অর্থবছরের প্রথমার্ধে কঠিন সময় পার করেছে পুঁজিবাজার

অর্ধবার্ষিকে সোনালী পেপারের মুনাফা বেড়েছে

বেস্ট হোল্ডিংস গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মোজাফ্ফর হোসেন স্পিনিং ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং একমি পেস্টিসাইডস ০.

২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলো ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানি তিনটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা গেটে তালা ঝুলিয়ে বদলি বাতিলের দাবি জানান।

মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে কৃষি মন্ত্রণালয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পরপরই গেটে তালা ঝুলিয়ে দেন কিছু কর্মকর্তা। নতুন দায়িত্বপ্রাপ্ত মো. মুরাদুল হাসানের ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। বদলি বাতিল না হলে তারা খামারবাড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে মো. মুরাদুল হাসান বলেন, আমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।

প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ বলেন, সরকারি চাকরিতে বদলি-পদায়ন স্বাভাবিক নিয়ম। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা তৎপর থাকব।

এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, তারা গেটে তালা দেননি। বদলির প্রজ্ঞাপনের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাহবুবুর রশীদ বিএনপিপন্থি হওয়ায় আওয়ামী লীগ আমলে বঞ্চিত ছিলেন। ৫ আগস্টের পর তাঁকে প্রশাসন উইংয়ে পদায়ন করা হয়। এখন বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

সম্পর্কিত নিবন্ধ