বন্ধ হচ্ছে ৪৯ কোটি টাকায় নির্মিত বাল্লা স্থলবন্দর
Published: 11th, February 2025 GMT
প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধের সুপারিশ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক কমিটি বাল্লাসহ অলাভজনক ও কার্যক্রমহীন ৬টি স্থলবন্দর বন্ধের এই সুপারিশ করে।
কমিটির সদস্যরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.
এ সময় উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এগুলো দেশের জন্য কল্যাণ বয়ে আনেনি। অধিকন্তু এর মাধ্যমে দেশের অর্থ অপচয় হয়েছে।”
জানা যায়, সাবেক নৌসচিব অশোক মাধব রায়ের ইচ্ছায় ৪৯ কোটি টাকায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। সাড়ে ছয় বছর আগে নেওয়া এই প্রকল্প ২০২৩ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এই প্রকল্পের আওতায় একটি আদর্শ স্থলবন্দরে যা কিছু দরকার, তার সব কিছুই নির্মাণ করা হয়। ইয়ার্ড, ওজন মাপার যন্ত্র, অফিস ভবন, ডরমিটরি, সীমানাপ্রাচীর, সড়ক, বিভিন্ন পরিষেবার সব সুবিধাই এখানে রয়েছে। তবে পাশের দেশ ভারতে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এ স্থলবন্দরটি চালু হয়নি।
অতীতে দেশের যত স্থলবন্দর উন্নয়ন করা হয়েছে, তার প্রতিটির বিপরীতে ভারতীয় অংশে অন্তত একটি শুল্কস্টেশন ছিল। কিন্তু বাল্লা স্থলবন্দর প্রকল্পের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে।
স্থলবন্দর স্থাপনে প্রভাবশালীদের হাত প্রভাব খাঁটিয়ে স্থলবন্দর ঘোষণার ঘটনা অবশ্য নতুন নয়। মূলত স্থানীয় জনগণের কাছে রাজনৈতিক সুবিধা বা সহমর্মিতা পেতে প্রভাবশালী মন্ত্রী-এমপিরা স্থলবন্দর ঘোষণা ও অবকাঠামো উন্নয়নে বেশি মনোযোগী হন।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রকল প মন ত র
এছাড়াও পড়ুন:
গ্রামীণ ব্যাংক–প্রবাসীদের আর্থিক সেবা প্ল্যাটফর্ম-প্রথম নারী ফরেস্টার-বৃহত্তম স্থলবন্দর কোনটি—জেনে নিন
১. দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান—
ক. ড. ইফতেখারুজ্জামান
খ. মাহদীন চৌধুরী
গ. অধ্যাপক মোস্তাক খান
ঘ. ড. মাহবুবুর রহমান
উত্তর: ক. ড. ইফতেখারুজ্জামান
২. নেপালে রাজতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?
ক. ২০০২ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ২০০৮ সালে
গ. ১৯৯৮ সালে
উত্তর: গ. ২০০৮ সালে
৩. পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে পরিচালিত সশস্ত্র জঙ্গি হামলায় দায়ী গোষ্ঠী—
ক. বেলুচিস্তান লিবারেশন আর্মি
খ. তেহরিক-ই-তালিবান
গ. লস্কর-ই-ওমর
থ. আল–কায়েদা
উত্তর: ক. বেলুচিস্তান লিবারেশন আর্মি
৪. বাংলাদেশের বাইরে গ্রামীণ ব্যাংকের ধারণা প্রথম চালু হয় কোন দেশে?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. গুয়াতেমালা
ঘ. মেক্সিকো
উত্তর: খ. মালয়েশিয়া
৫. বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে?
ক. সাতক্ষীরা
খ. বাগেরহাট
গ. বরগুনা
ঘ. খুলনা
উত্তর: খ. বাগেরহাট
আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭৩ ঘণ্টা আগে৬. প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্মিত বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম—
ক. দুয়ার
খ. উত্তরণ
গ. প্রবাসী যোদ্ধা
ঘ. বীর
উত্তর : ঘ. বীর
৭. ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত হেলুসিনেটিক ড্রাগের রাসায়নিক নাম—
ক. লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড
খ. স্কোপোলামিন
গ. মেসক্যালিন
ঘ. সাইলোসাইবিন
উত্তর: খ. স্কোপোলামিন
৮. ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র—
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উত্তর: খ. যুক্তরাষ্ট্র
৯. সাঁওতালদের প্রধান উৎসব—
ক. ওয়ানগালা
খ. সাংগ্রাই
গ. সোহরাই
ঘ. বাহা উৎসব
উত্তর: গ. সোহরাই
১০. ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়, এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৮ম
ঘ. ১১তম
উত্তর: গ. ৮ম
১১. কোন সালকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে?
ক. ১৯৬৬ সাল
খ. ১৯৭১ সাল
গ. ১৯৭৫ সাল
ঘ. ১৯৮৫ সাল
উত্তর: গ. ১৯৭৫ সাল
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১ ঘণ্টা আগে১২. ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিল-২০১৩’-এ জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপানে কত টাকা জরিমানার বিধান আছে?
ক. ৫০ টাকা
খ. ২০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৫০০ টাকা
উত্তর: গ. ৩০০ টাকা
১৩. বাংলাদেশের প্রথম নারী ফরেস্টার—
ক. মিতা তঞ্চঙ্গ্যা
খ. সংচাং ম্রো
গ. কনিকা বড়ুয়া
ঘ. শ্রাবণী রায়
উত্তর: ক. মিতা তঞ্চঙ্গ্যা
১৪. ‘জাতীয় পাট দিবস’ পালিত হয়—
ক. ৬ মার্চ
খ. ১১ মার্চ
গ. ৮ এপ্রিল
ঘ. ২৭ ফেব্রুয়ারি
উত্তর: ক. ৬ মার্চ
১৫. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
ক. হিলি
খ. বেনাপোল
গ. সোনামসজিদ
ঘ. বাংলাবান্ধা
উত্তর: খ. বেনাপোল
১৬. যমুনা রেলসেতু মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছে—
ক. এডিবি
খ. বিশ্বব্যাংক
গ. জাইকা
ঘ. আইএমএফ
উত্তর: গ. জাইকা
১৭. ‘বোস্টন টি পার্টি’ সংঘটিত হয়—
ক. ১৭৫৭ সালে
খ. ১৭৬২ সালে
গ. ১৭৭০ সালে
ঘ. ১৭৭৩ সালে
উত্তর: ঘ. ১৭৭৩ সালে
১৮. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়—
ক. ১৯৩০ সালে
খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৪ সালে
ঘ. ১৯৩৫ সালে
উত্তর: খ. ১৯৩২ সালে
আরও পড়ুনমাথাপিছু আয়, টেররিজম ইনডেক্স, প্রথম শহীদ মিনার, জাতীয় নাগরিক পার্টি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এলিফ্যান্ট কূটনীতি কি, জানুন০৬ মার্চ ২০২৫১৯. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
ক. অ্যাসেরীয় সভ্যতা
খ. গ্রিক সভ্যতা
গ. মেসোপটেমীয় সভ্যতা
ঘ. মিসরীয় সভ্যতা
উত্তর : গ. মেসোপটেমীয় সভ্যতা
২০. কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ—
ক. ২৩.৫°উত্তর
খ. ৬৬.৫°উত্তর
গ. ২৩.৫°দক্ষিণ
ঘ. ৬৬.৫°দক্ষিণ
উত্তর: ক. ২৩.৫ উত্তর