কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে মোংলাতে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি মেম্বরসহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, মঙ্গলবার ভোর রাতে চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মোঃ ডালিম (৫২), সাবেক পৌর কাউন্সিলর মোঃ শফিকুর রহমান সাদ্দাম (৭২), চাঁদপাই ইউপির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), ও বিধান চন্দ্র রায় (৬৬) সহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি শহরের কুমারখালী ও গোয়ালেরমেঠি এলাকায় পুলিশের আরেকটি অভিযান চলাকালে আরও দুই আওয়ামী লীগ নেতা—রফিকুল ইসলাম এবং মোঃ সাইফুল শেখ আটক হন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে আরও অভিযান চলবে বলে জানানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ আটক আওয় ম
এছাড়াও পড়ুন:
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশি
অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ। স্বজনরা জানান, আটককৃতরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার জন্য ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পীরাগড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানালে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা
কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।
তারা সবাই বুলগেরিয়ার ভিসা পাওয়ার উদ্দেশ্যে ভারতে যান এবং দিল্লি যাওয়ার পথে গ্রেপ্তার হন। তাদের কোনো বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে।
আটক এক ব্যক্তির স্বজনের সঙ্গে কথা হলে পরিচয় না প্রকাশ করে তিনি বলেন, পরশুরামের একটি দালাল চক্র দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিল। পথিমধ্যে পুলিশের জেরার মুখে পড়লে কাগজপত্র দেখাতে না পারায় তারা আটক হন। বর্তমানে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে তাদের অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।
ঢাকা/সাহাব/মাসুদ