বইমেলায় এম দিলদার উদ্দিনের ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড)
Published: 11th, February 2025 GMT
সাংবাদিক এম দিলদার উদ্দিনের ভালবাসার কাহিনী নিয়ে ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড) বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইয়ের সঙ্গে লেখকের পক্ষ থেকে ক্রেতারা উপহার স্বরূপ পাচ্ছেন ৩টি ‘চারাপিতা’ মরিচের বীজ।
বইটিতে ভালবাসার তিনটি গল্প রয়েছে। গল্পগুলো হলো : নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর ও যাত্রা পথের সঙ্গী। বইটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’ প্রকাশনী। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশ-এর ৪৯৫ ও ৪৯৬ নম্বর স্টলে আগ্রহী পাঠকেরা বইটি কিনতে পারবেন।
‘গল্পগুচ্ছ’ বইটিতে লেখক তুলে ধরেছেন, প্রেম-ভালবাসা ছেলে-মেয়েদের জীবনটাকে আরো সুন্দর ও সহজ করে দিতে পারে, সুন্দর সম্পর্কের কোন তুলনা নেই। তেমনি আবার এ সম্পর্ক ঝামেলায় ফেলে জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে। তবুও একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম হয়, ভালবাসা হয়। সব প্রেম-ভালবাসা খাঁটি হয় না। এরমাঝে থাকতে পারে ফাঁদ, থাকতে পারে সীমাহীন যন্ত্রনা। বিশেষ করে ফেসবুকে প্রেম শুরু হয় অতি আবেগ দিয়ে আর এর সমাপ্তি ঘটে ধর্ষণ, যন্ত্রণা আর প্রতারণার মধ্য দিয়ে। তাই কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে একে অপরের ভেতরের বিষয়গুলোর খোঁজ নেওয়া উচিৎ। হুট করে বা ক্ষণিকের দেখায় মুগ্ধ হয়ে কখনো প্রেমে জড়ানো উচিৎ নয়। সময় নিয়ে একে অপরকে বুঝতে হবে, এ্যাডজাস্ট হবে কিনা সেটাও মাথায় রাখতে হবে। জড়িয়ে গেলে আর পিছনে ফেরা যায় না।
আরো পড়ুন:
তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘উলটো বুড়িগঙ্গা’
বইটির মূল্য: ৪০০ টাকা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্ট, গোপালগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শহরতলীর ঘোষেরচর এলাকার মো. শোকর আলী সিকদারের ছেলে আল ইমরান মাহামুদ (২৪), মুকসুদপুর উপজেলা খান্দারপাড় গ্রামের জলিল কাজীর ছেলে পনির কাজী (৪৫), একই গ্রামের আনোয়ার কাজীর ছেলে লিংকন কাজী (৪২), কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জালাল হোসেন (৫২) ও একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত হামিদ শেখের ছেলে হারুন শেখ (৫৪)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/এস