চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত
Published: 11th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এছাড়া টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকত।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পাবেন সৈকত। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে আবারও দেখা যাবে তাকে। ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৩ সালের মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর এটি হবে সৈকতের অন্যতম বড় আন্তর্জাতিক আসর।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম প য় র হ স ব আইস স
এছাড়াও পড়ুন:
এস আলম গ্রুপের চেয়ারম্যানের ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
বাহারের জমি-বাড়ি জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার একই আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
আনোয়ারুলের জমি, ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।
এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।