প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন
Published: 11th, February 2025 GMT
ভ্যালেন্টাইন উইকের অন্যতম গুরুত্বপূর্ণ দিন প্রমিস ডে আজ উদ্যাপিত হচ্ছে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি এই বিশেষ দিনটি ভালোবাসার প্রতিশ্রুতি বিনিময়ের মাধ্যমে উদ্যাপন করা হয়। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক মজবুত করার পরিকল্পনা থেকেই এই দিবসটি সূচনা। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে দিনটির শুরু হয়। এদিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সকল বাধা। নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে এর থেকে বড় উপহার আর কী হতে পারে।
প্রমিস ডে-এর গুরুত্ব
ভালোবাসা শুধু আবেগের ব্যাপার নয়, বরং একে টিকিয়ে রাখতে প্রয়োজন আস্থা, বিশ্বাস, প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ। তাই এই দিনে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব কিংবা পরিবার পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন।
আর প্রমিস ডে প্রিয়জনদের প্রতি আমাদের অনুভূতির প্রকাশ এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। মানে ভালো এবং খারাপ উভয় সময়ে তাদের পাশে থাকার কথাটি আবার মনে করিয়ে দেয়।
কীভাবে উদ্যাপন করা হয়?
প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য প্রমিস কার্ড, চিঠি, মেসেজ, উপহার কিংবা সরাসরি কথা বলার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়। এই দিনে সাধারণত মানুষ প্রতিজ্ঞা করে— চিরদিন একসঙ্গে থাকার,একে অপরকে বুঝতে চেষ্টা করার, সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার অথবা হতে পারে দুঃসময়ে পাশে থাকার।
সমাজে প্রমিস ডে-এর গুরুত্ব
শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই নয়, বন্ধু, পরিবার, সহকর্মী, এমনকি নিজের সঙ্গে প্রতিশ্রুতি করার জন্যও দিনটি বিশেষ। আত্ম উন্নয়ন ও সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে প্রতিশ্রুতির গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু কথা নয়, প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়, সেদিকে নজর দেওয়া দরকার।
আজকের এই প্রমিস ডে-তে আপনার কাছের মানুষদের জন্য আপনি কী প্রতিশ্রুতি দিতে চান?
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
আজ ‘প্রমিস ডে’, ভালোবেসে প্রতিজ্ঞা করার দিন
আজ ১১ ফেব্রুয়ারি, প্রেমের সপ্তাহের পঞ্চম দিন। এই দিনকে প্রেমের সম্পর্কের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। কারণ দিনটিই ‘প্রমিস ডে’। অর্থাৎ প্রতিজ্ঞার দিন। অনেকেই বলেন, বছরে একটি দিনে কেন প্রতিজ্ঞা করতে হবে? তারা ভুল বলেন, তা নয়। নিশ্চয়ই ভালোবেসে যেকোন সময় প্রতিজ্ঞা করা যায়। সত্যিকথা বলতে অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী যদি বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্যাপন করার জন্য, তাতে ক্ষতি কী?
ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। মনোবিদরা বলেন, যদি ভবিষ্যতের কথা চিন্তা করে লং-টার্ম রিলেশনশিপের দিকে এগোনোর পরিকল্পনা থাকে, তাহলে প্রমিস করা খুব জরুরি। আর যদি সেই সম্পর্ক লং ডিস্ট্যান্স হয়, তা হলে প্রমিস বা অঙ্গীকার আরও বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।
প্রিয়জনকে কোনও উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন। খাবার হোক বা এমন কিছু জিনিস দেওয়া যেতে পারে, যা দুইজনের কাছেই সারাজীবন থেকে যাবে। আর খুব ছোটখাটো কোনও সমস্যা থাকলেও তা এই দিন মিটিয়ে নিতে পারেন। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়। আগের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সারাজীবন হাত ধরে চলার প্রতিশ্রুতি নিতে পারেন এই দিনে।
সম্পর্কে প্রয়োজন একে অপরকে সম্মান জানানো। আজকের এই দিনে একে অপরের প্রতি সম্মান জানানোর প্রমিজ করতে পারেন। এতে সম্পর্কের স্বাদ সবসময় সুন্দর থাকে।
আরো পড়ুন:
আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন
আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন
ভালোবাসার প্রাথমিক শর্ত পাশে থাকা। বিপদেও হাত না ছাড়ার প্রতিজ্ঞা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এই দিনে।
ঢাকা/লিপি