থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক
Published: 11th, February 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে দুপুরে শিউলী বেগম বড়াইগ্রাম থানা ভবন চত্বরে প্রবেশ করে থানা ভবনের সামনে নেচে টিকটক ভিডিও ধারণ করেন।
শিউলী বেগমকে আটকের বিষয় নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত আটক
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে সোহেল রানাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়া থানায় মামলা করেন।