কত টাকা আয় করল নাগা-সাই পল্লবীর সিনেমা?
Published: 11th, February 2025 GMT
অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি ১ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি।
সিনেমাটি মুক্তির পর পাইরেসির কবলে পড়ে। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারপরও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ওঠানামা করছে আয়ের গ্রাফ। গত ৪ দিনে কত টাকা আয় করেছে এই সিনেমা?
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘থান্ডেল’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২০.
আরো পড়ুন:
মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস
দাম বাড়ালেন সাই পল্লবী
স্যাকনিল্ক জানিয়েছে, ৪ দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ৪২.৬ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১০ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৩ কোটি ৬২ লাখ টাকার বেশি)।
চলতি বছরে তেলেগু ভাষার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে ‘গেম চেঞ্জার’ (৯০ কোটি রুপি), চতুর্থ অবস্থানে রয়েছে ‘থান্ডেল’।
কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘থান্ডেল’ সিনেমার কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’
ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।
তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি।
‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
আরো পড়ুন:
মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।
‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/শান্ত