কত টাকা আয় করল নাগা-সাই পল্লবীর সিনেমা?
Published: 11th, February 2025 GMT
অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি ১ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি।
সিনেমাটি মুক্তির পর পাইরেসির কবলে পড়ে। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারপরও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ওঠানামা করছে আয়ের গ্রাফ। গত ৪ দিনে কত টাকা আয় করেছে এই সিনেমা?
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘থান্ডেল’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২০.
আরো পড়ুন:
মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস
দাম বাড়ালেন সাই পল্লবী
স্যাকনিল্ক জানিয়েছে, ৪ দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ৪২.৬ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১০ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৩ কোটি ৬২ লাখ টাকার বেশি)।
চলতি বছরে তেলেগু ভাষার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে ‘গেম চেঞ্জার’ (৯০ কোটি রুপি), চতুর্থ অবস্থানে রয়েছে ‘থান্ডেল’।
কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘থান্ডেল’ সিনেমার কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইপিএলে ১৮ বার ম্যাচসেরা ধোনি, সবার ওপরে কে
১ মে ২০১৯
চেন্নাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ৮০ রানের জয়ে ম্যাচসেরা হলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪৪ রান করার পর উইকেটকিপার হিসেবে ৩টি ডিসমিসাল (১ ক্যাচ, ২ স্টাম্পিং) করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন চেন্নাই অধিনায়ক। সেই দিন কে জানত আইপিএলে আরেকবার ম্যাচসেরা হতে ৮৫ ম্যাচ অপেক্ষা করতে হবে ধোনিকে!
প্রায় ছয় বছর অপেক্ষার পর সেই ধোনি গতকাল আবার ম্যাচসেরা হলেন আইপিএলে। এবার একানায় স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১১ বলে ২৬ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখে।
আইপিএলে ১৮তম বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এমএস ধোনি