পাবনায় ট্রলির ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
Published: 11th, February 2025 GMT
পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মামুন হোসেন (৩২) ও ননিতা রাণী (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষাকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন বগুড়ার শেরপুর উপজেলার পুকুরপাড়া এলাকার মৃত বাদশার ছেলে ও ননিতা রাণী পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা পাবনার কাশীনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় মহিষাকোলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ইটবোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জন নিহত হন এবং দুইজন আহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/শাহীন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানুষের আনন্দ-বেদনার কাব্য
আজ শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভি পর্দায় প্রচার শুরু হবে ‘সবুজ গ্রাম পাথরের শহর’। সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের গল্পে এবং ইউসুফ আলীর চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন নানা প্রজন্মের শিল্পী; দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, বড়দা মিঠু, শরাব আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, এ কে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।