নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইসলামীয়া সড়কের বৈকুন্ঠপুর বাজারের পশ্চিম পাশে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ভাই-বোনের মতো বেড়ে ওঠা মামাতো-ফুফাতো দুই শিশু নিহত হয়।

নিহতরা হলেন—আরাফাত হোসেন (৮) ও তার মামাতো বোন আসমা আক্তার (৭)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরাফাতের বাবা আবুল কালাম (৪০), যাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম প্রতিদিনের মতো বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও ভাগ্নি আসমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে বৈকুন্ঠপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়, আর আবুল কালাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও বিএনপির চেয়ারপর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উওরপাড়া এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী হোসেন, আব্দুল খালেক, খলিল খাঁন, আব্দুল হাসেম, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, জিবরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, বাহাউদ্দিন ও সাব্বির প্রমূখ।

সভাপতির বক্তব্য সেলিম মাহমুদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ। এই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ কতে হবে।

তিনি আরো বলেন আপনারা আমাদের প্রিয়নেত্রী বিএনপির চেয়ারপর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে সুস্থ করে দেন।

আপনারা আমাদের নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন সবসময় সুস্থ রাখে ভালো রাখে।
 

সম্পর্কিত নিবন্ধ