নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইসলামীয়া সড়কের বৈকুন্ঠপুর বাজারের পশ্চিম পাশে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ভাই-বোনের মতো বেড়ে ওঠা মামাতো-ফুফাতো দুই শিশু নিহত হয়।

নিহতরা হলেন—আরাফাত হোসেন (৮) ও তার মামাতো বোন আসমা আক্তার (৭)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরাফাতের বাবা আবুল কালাম (৪০), যাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম প্রতিদিনের মতো বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও ভাগ্নি আসমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে বৈকুন্ঠপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়, আর আবুল কালাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।  

গ্রেপ্তার ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি। 

জানা যায়, গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন রাজীব। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার রাজীবকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ