ঢাকার রাস্তায় ধুলা, বাড়ছে শিশুদের অসুস্থতা
Published: 11th, February 2025 GMT
রাজধানীর মিরপুরের ৬০ ফুট সড়ক এলাকার বাসিন্দা মো. আফসার হোসেন। সড়কের পাশেই তাঁর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান। বাসা কিংবা দোকানের বাইরে কিছুক্ষণ দাঁড়ালেই তাঁর অস্বস্তি হয়। এর কারণ অতিরিক্ত ধুলাবালু। বছরজুড়ে এ সমস্যা থাকলেও শীতকালে তা অনেক বেড়ে যায়।
এই অস্বাস্থ্যকর পরিবেশের প্রভাব পড়েছে আফসারের পরিবারের সদস্যদের ওপরও। বিশেষ করে তাঁর সাত বছরের সন্তানের হাঁচি-কাশি লেগেই থাকে। বছরের এ সময়ে তীব্রতা আরও বেড়ে যায়।
আফসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিকভাবেই ঘরে আলো–বাতাস ঢোকা প্রয়োজন। কিন্তু আমাদের বাসার জানালা খোলা অসম্ভব। এমনকি রাতে বারান্দা পরিষ্কার করে রাখলেও পরদিন সকালেই ধুলার ১ ইঞ্চি স্তর পড়ে যায়। এই বদ্ধ অবস্থায়ও বাসার ডাইনিং টেবিল, আসবাব, কাচের জিনিস প্রতিদিন মুছতে হয়। সাবধানতা অবলম্বন করেও সবাইকে হাঁচি-কাশিজনিত অসুখে ভুগতে হচ্ছে।’
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মিরপুরের ৬০ ফিট সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। এর মধ্যেই সড়কে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। এতে সব সময় ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে চারপাশ। এর মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে শিশুসহ সব বয়সীদের। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দক্ষিণ পীরেরবাগ এলাকা, মিরপুর, ৪ ফেব্রুয়ারি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মানুষের আনন্দ-বেদনার কাব্য
আজ শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভি পর্দায় প্রচার শুরু হবে ‘সবুজ গ্রাম পাথরের শহর’। সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের গল্পে এবং ইউসুফ আলীর চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন নানা প্রজন্মের শিল্পী; দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, বড়দা মিঠু, শরাব আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, এ কে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।