কোনো ‘ডেভিল’ যেন পালতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 11th, February 2025 GMT
সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ‘ডেভিল’ (অপরাধী) পালাতে না পারে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। কিন্তু তাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
ফ্যাসিবাদীরা, তাদের দোসররা এ দেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারাই ফ্যাসিবাদীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। দলীয় বাহিনী, অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের লেলিয়ে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে মামলা-হামলা দিয়ে হেনস্তা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদীরা গণমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে। মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছে। অনুগত পুঁজিবাদী শ্রেণি তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে। সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেছে। আদালতের স্বাধীনতা খর্ব করেছে। এক কথায় ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে।
এখন ফ্যাসিবাদীরা বিগত ১৬ বছরের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তির সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্ত্রাসী, নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দোসররা, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এসব অপরাধীদের উল্লেখযোগ্যসংখ্যককে গ্রেপ্তার করেছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সারা দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর সমন্বয়ে ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশের অভিযান-সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দপ্তরে স্থাপিত ‘জয়েন্ট অপারেশন সেন্টারের’ মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে।
মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনায় সমন্বয় করবেন বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সিএমএম আদালত, এমএম আদালত, সিজেএম আদালত, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা, জেলা ম্যাজিস্ট্রেটরা, স্পেশাল আদালতের বিচারকেরা, আদালতে সরকার পক্ষের আইনজীবীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য নিয়োজিত রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে, অপরাধীদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য। আপনারা (পুলিশ) দক্ষ ও প্রশিক্ষিত সচেতন নাগরিক। আপনাদের দেশের জনগণ, সরকার ও নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহি, দায়বদ্ধতা ও কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করা দরকার। কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। তাদের বিচার নিশ্চিত করতে চাই।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনজীবীদের বলব, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলার ধার্য তারিখে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপির (পুলিশ মহাপরিদর্শক) টিম মামলাভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে ১৫ দিন পর পর বসতে পারেন।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরের বিষয়গুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন দেওয়া যাবে না। আবার যিনি জামিনের যোগ্য, তাঁকে জামিন থেকে বঞ্চিত করা যাবে না। জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেউ যেন জামিন নিয়ে বের হয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আসিফ নজরুল বলেন, ১৫ বছর অরাজকতা হয়েছে। ১৫ বছরের প্রতিটা হত্যার বিচার হবে। তা ছাড়া এই পদে থাকার মানে হয় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ শুরু হয়েছে। সব সেক্টরে সংস্কার দরকার। সব সেক্টরকে ধ্বংস করা হয়েছে। ন্যায়ভিত্তিক কাজ করতে হবে। গুমের ঘটনা যেন আর না ঘটে। বিচারবহির্ভূত হত্যা যেন আর না ঘটে। অপরাধীকে যেন আইনের আওতায় এনে বিচার করা যায়। মানবাধিকার করে পুলিশিং সম্ভব। যে আদালত ভিন্নমত দমনে জেলখানাকে ব্যবহার করে না, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম চ ধ র দ র আইন র আওত য় ন শ চ ত কর র জন য ক জ কর সরক র অপর ধ
এছাড়াও পড়ুন:
‘ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩ জন
সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। বিশেষ এই অভিযানের দ্বিতীয় দিনে (রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) ৩৪৩ জন গ্রেপ্তার হয়েছে। এই সময়ে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১টি গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র। এদিকে সোমবার সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ ছাড়া ফার্মগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আবদুল মজিদ খানকে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মজিদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার বিকেলে পুলিশ সদরদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের সংখ্যা ৩৪৩। একই সময়ে বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, শটগানের কার্তুজ ছয়টি, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ককটেল ১০টি ও চারটি রামদা জব্দ করা হয়।
পল্লবীর ছয় নম্বর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে গতকাল দুপুরে মোহাম্মদ রানা নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি পল্লবীর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। এর পর শনিবার থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। প্রথম দিনে এই অভিযানসহ বিভিন্ন মামলায় মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ।
সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। ছোট শয়তান, বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। আমাদের জালে যে আসবে, তাকেই ধরা হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে, যতদিন ডেভিলমুক্ত না হবে।’
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’
গাজীপুরে আওয়ামী লীগ নেতাসহ আরও ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে গ্রেপ্তার করে। গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গাজীপুরে গত তিন দিনে ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি জানিয়েছেন।
কিশোরগঞ্জে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মির্জাপুর রফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে ১৬ জনক গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জে রোববার রাতে গ্রেপ্তার হয়েছেন দুই আওয়ামী লীগ নেতা। সিলেটে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমান বাবুকে দুমকী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলায় ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মনসুর আলীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন নিলুকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেবসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় রোববার রাতে পৃথক অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বস্ত্র উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটনকে রোববার ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাউব। তিনি পাবনা-৪ আসন থেকে গত তিনবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রোববার আব্দুল মতিন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীতে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।
নাটোরের সিংড়া উপজেলায় ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছ। এ ছাড়া গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেনসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতা)