৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
Published: 11th, February 2025 GMT
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, চিত্র পাল্টে গেছে। ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা, আর ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে সেলেসাও যুবারা।
অন্যদিকে, দিনের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও ব্রাজিলকে টপকাতে পারেনি দলটি। ফলে তিন ম্যাচ শেষে সমান ৯ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ছিল কলম্বিয়া, তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। এখন শিরোপার মূল লড়াই ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে নির্ধারিত হতে পারে শিরোপার ভাগ্য।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বল দখল ও আক্রমণে কিছুটা পিছিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটে গুস্তাভো প্রাদোর গোলে এগিয়ে যায় তারা, দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। ২৫ মিনিটে এক গোল শোধ করে প্যারাগুয়ে, তবে ৭৮ মিনিটে আলিসন সান্তানার গোল নিশ্চিত করে ব্রাজিলের জয়।
অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেছে কলম্বিয়া, পেয়েছিল কয়েকটি দারুণ সুযোগও। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে ইয়ান সুবিয়াব্রের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি।
জানা যায়, গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন রাজীব। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার রাজীবকে আদালতে পাঠানো হয়েছে।