দুর্নীতি সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ
Published: 11th, February 2025 GMT
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ১৫১তম। গত বছর এ সূচকে বাংলাদেশ ১৪৯তম অবস্থানে ছিল।
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড.
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।
টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৪।
সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অপারেশন ‘ডেভিল হান্ট’, ঝিনাইদহে গ্রেপ্তার ৫
ঝিনাইদহে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঝিনাইদহ সদর, শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ছাবের আলীর ছেলে কামাল শেখ, শৈলকূপার কৌপাড়া গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে সাইদ বিশ্বাস, একই উপজেলার সাতগাছি গ্রামের আমিন আলীর ছেলে মুকুল আহমেদ, কালীগঞ্জের খড়িকাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আতাউর রহমান ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে আরিফুল ইসলাম।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪০
কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গতকাল সোমবার রাত ও মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদের আদালত সোপর্দ করা হবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ