পপির সঙ্গে তাঁর মা ও বোনের দ্বন্দ্বের শুরু, সমাধান কী
Published: 11th, February 2025 GMT
পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে আলোচনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বিরোধের সূত্রে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন এই নায়িকার ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালি। একসময় তিনিও ‘ভুল’ শিরোনামের একটি চলচ্চিত্রে নায়িকা হয়েছিলেন। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন পপি। কখনো দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি। হঠাৎ করে সপ্তাহখানেক ধরে পপির পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় তাই অনেকে হতবাক হয়েছেন। কী এমন হয়েছে যে পপির সঙ্গে তাঁর পরিবারের দ্বন্দ্বের সূত্রপাত হলো। জিডি পর্যন্ত হলো। এসব জানতে যোগাযোগ করা হয় পপি ও তাঁর মা এবং বোন ফিরোজা পারভীনের সঙ্গে।
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকে দিনরাত পরিশ্রম করে ঢাকায় নিজের একটা অবস্থান করে নেন। তাঁর সমসাময়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি হন। হিসাব মেলাতে শুরু করেন। সেই যে নবম শ্রেণিতে কাজ শুরু, আরও পার হয়েছিল ২০ বছরের বেশি সময়।
সাদিকা পারভীন পপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ বন দ ব র
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে সোহেল রানাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়া থানায় মামলা করেন।