Samakal:
2025-03-31@18:02:32 GMT

প্লাইমাউথের রূপকথা

Published: 11th, February 2025 GMT

প্লাইমাউথের রূপকথা

দারুণ ছন্দে থাকা লিভারপুল মৌসুমের প্রথম ধাক্কাটি খেল। প্রিমিয়ার লিগের শীর্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ থেকে বিদায় করে দিয়েছে পুঁচকে প্লাইমাউথ আর্গাইল, যারা কিনা ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে একেবারে তলানিতে অবস্থান করছে। অবনমনের শঙ্কায় থাকা প্লাইমাউথের এ জয় এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় তো বটেই, এফএ কাপের ইতিহাসেরও নাকি অন্যতম সেরা অঘটন।

হোম পার্কে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের বক্সের ভেতর হ্যান্ডবল করেন লিভারপুল মিডফিল্ডার হার্ভে এলিয়ট। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঠান্ডা মাথায় স্পটকিকে গোল করেন প্লাইমাউথের স্কটিশ ফরোয়ার্ড রায়ান হার্ডি। সে গোল আর শোধ করতে পারেনি লিভারপুল। অনেকে এ পরাজয়কে লিভারপুল বস আর্নে স্লটের প্রথম ভুল হিসেবে দেখছেন। দু্’দিন আগে লিগ কাপের সেমিতে টটেনহামকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশে ১০টি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন স্লট। অলরেড বস অবশ্য এটা ভুল মানতে নারাজ, ‘আমাদের জন্য দিনটি ভালো ছিল না, যে কারণে ম্যাচের এমন ফলাফল।’

লিভারপুলের বিপক্ষে স্মরণীয় এ জয়ের ‘মাস্টারমাইন্ড’ হলেন প্লাইমাউথের কোচ মিরন মুসলিচ। যুদ্ধবিধ্বস্ত বসনিয়ায় জন্ম নেওয়া এ কোচ রিফিউজি হিসেবে ভেসে বেড়িয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। ১৯৯২ সালে বর্বর সার্ব বাহিনী তাঁর শহর বিহাচ দখল করে নিলে মাত্র ৯ বছর বয়সে জীবন বাঁচাতে পালিয়ে অস্ট্রিয়া চলে গিয়েছিলেন মুসলিচ। গত জানুয়ারিতে ওয়েন রুনিকে বরখাস্ত করে তাঁকে দায়িত্ব দেয় প্লাইমাউথ কর্তৃপক্ষ। তবে চ্যাম্পিয়নশিপে সবার নিচে থাকলেও ইদানীং ভালো খেলতে শুরু করেছে তারা। লিভারপুলের আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের আরেক দল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে তারা। আর গত সপ্তাহে ওয়েস্ট ব্রমকে হারিয়ে গত নভেম্বরের পর লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। 

তবে লিভারপুলের বিপক্ষে জয়টা তাদের জন্য বিশেষ কিছু বলে জানিয়েছেন মুসলিচ, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। যদিও তারা বলে আমি নাকি বাগ্মী (হাসি)। আমাদের জন্য স্মরণীয় একটি দিন, বলতে পারেন জাদুকরি দিন। লকাররুমে আমি সবাইকে বলেছি, এ জয় উপভোগ করতে।’ তিনি আরও যোগ করেন, ‘এ জয় আর্গাইলের ইতিহাসের গৌরবের অধ্যায়। লিভারপুলকে আটকে দিয়েছি! আমার আসলে এখনও বিশ্বাস হচ্ছে না। স্টেডিয়াম থেকে আমার অ্যাপার্টমেন্টে যাওয়ার পর শান্ত পরিবেশে হয়তো বিষয়টি অনুধাবন করতে পারব।’

প্লাইমাউথের আরেক নায়ক হলেন গোলরক্ষক কনর হ্যাজার্ড। ৯০ মিনিট শেষে রেফারি আরও ৯ মিনিট খেলান। তখন দিয়াগো জোতা ও ডারউইন নুনেজের দুটি দারুণ প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে রুখে দেন হ্যাজার্ড। ম্যাচসেরা হওয়া ক্রোয়াট ডিফেন্ডার কিনোলা ক্যাটিচ তাই জয়ের সব কৃতিত্ব দিয়েছেন হ্যাজার্ডকে, ‘তাঁর জন্যই আমি এখানে (পুরস্কার বিতরণী মঞ্চে)। আমি কিন্তু হ্যাজার্ডকে ঘৃণা করি। কারণ সে সেল্টিকে খেলেছে এবং আমি রেঞ্জার্সে। তবে আজ সে আমাদের জয় এনে দিয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

৩০০ আসন সংরক্ষিত রেখে সরাসরি ভোটের সুপারিশ

জাতীয় সংসদে নারীর জন্য ৩০০ আসন সংরক্ষিত রেখে সেসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করতে যাচ্ছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সে ক্ষেত্রে মোট আসনসংখ্যা ৬০০ করার সুপারিশ করা হচ্ছে। নারীর প্রতি বৈষম্য রয়েছে—এমন সব আইনে পরিবর্তন চাওয়া হয়েছে সুপারিশে।

সবচেয়ে আলোচিত সুপারিশ থাকছে পারিবারিক আইনে। আইনটি পরিবর্তনের মাধ্যমে সম্পদ-সম্পত্তি, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত, বিয়ে-বিয়েবিচ্ছেদে সব ধর্মের নারীর সমান অধিকার নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কমিটিতে নির্বাচনের মাধ্যমে নারী-পুরুষ প্রতিনিধি রাখা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে (২০৩০ সাল) রাজনৈতিক দলের প্রতিটি

স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে ওই দলকে যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়, সেই সুপারিশও রাখা হচ্ছে।

এসব বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক।

অন্তর্বর্তী সরকার গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের একটি হচ্ছে নারীবিষয়ক সংস্কার কমিশন। ৩০ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এই কমিশনের। তবে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই কমিশনসহ পাঁচটি কমিশনের (অন্য চারটি কমিশন হচ্ছে স্বাস্থ্য, শ্রম, স্থানীয় সরকার এবং গণমাধ্যম সংস্কার কমিশন) মেয়াদ আরও এক মাস অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদনের সারসংক্ষেপ জমা দিয়েছে। নারীবিষয়ক সংস্কার কমিশনে এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে প্রতিবেদন জমা দিতে পারে বলে জানা গেছে।

সুপারিশের বিষয়ে জানতে চাইলে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক গত শনিবার প্রথম আলোকে বলেন, আশু, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি এই তিন ধাপে সুপারিশ করা হবে। আশু সুপারিশগুলো থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। মধ্যমেয়াদি সুপারিশ নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য আর দীর্ঘমেয়াদি সুপারিশগুলো থাকবে অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে নারী আন্দোলনের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে।

এক প্রশ্নের জবাবে শিরীন হক বলেন, দেশে এত জনসংখ্যার জন্য জাতীয় সংসদে ৩০০ আসন যথেষ্ট নয়। জনসংখ্যার অনুপাতে জাতীয় সংসদে আসনসংখ্যা ৬০০ করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৩০০ আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সেসব আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করা হচ্ছে। অর্থাৎ একটি আসনের বিপরীতে নারীদের জন্য একটি সংরক্ষিত আসন এবং সেই আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হবে।

আসনসংখ্যা বাড়ানোর সুপারিশ থাকলেও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কোনো সুপারিশ করছে না কমিশন। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার আলাদা কোনো সুপারিশ না থাকলেও এটা নিশ্চিত করতে কিছু ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকছে। এ বিষয়ে শিরীন হক বলেন, ‘আরপিওতে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা আছে। আমরা চাইব, দলগুলো তা পালন করবে। এ বিষয়ে আলাদা কোনো সুপারিশ করা হচ্ছে না। তবে এ আদেশ পালন না করা হলে আরপিওতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যে এই আদেশ প্রতিপালন না হলে দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। দলের কমিটিতে নারী-পুরুষ প্রত্যেকে যেন নির্বাচিত হয়ে আসেন, সেই সুপারিশ থাকছে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিটি স্তরের কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য ছিল আরপিওতে। ২০০৮ সালে নিবন্ধন নেওয়ার সময় দলগুলো তা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পূরণ করতে পারেনি নিবন্ধিত দলগুলো। এখন ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্য পূরণের জন্য আরপিও সংশোধন হয়েছে।

নারী অধিকারকর্মীদের দীর্ঘদিনের দাবি অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের মাধ্যমে সব ধর্মের নারীদের সম্পদ-সম্পত্তি, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত, বিয়ে-বিয়েবিচ্ছেদে নারীকে সমান অধিকার দেওয়া। তাঁরা চান, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১, উত্তরাধিকার আইন ১৯২৫, অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন ১৮৯০ ও নাগরিকত্ব আইন-১৯৫১ সংস্কার করে নারীর পারিবারিক ও জনজীবনে সম-অধিকার নিশ্চিত করা।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় নারী উন্নয়ন নীতি ১৯৯৭ গ্রহণ করে। ওই নীতিতে সম্পত্তিসহ সব ক্ষেত্রে নারীর সমান অধিকারের কথা বলা ছিল। তবে ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে ওই নীতিতে কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কিছু করা যাবে না বলে যোগ করে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত পারিবারিক আইনের অসমতার বিষয়গুলোতে কোনো পরিবর্তন আনতে আগ্রহ দেখায়নি।

রাজনৈতিক সরকারগুলোর এই অনাগ্রহের প্রভাব পড়েছে সিডও সনদের ওপরও। বাংলাদেশ চার দশক আগে ১৯৮৪ সালে আন্তর্জাতিক সনদ ‘নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ (সিডও)’ অনুমোদন করলেও ২ ও ১৬.১(গ) ধারার ওপর সংরক্ষণ রেখেছে। সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। কোনো সরকার এ দুটি ধারার ওপর সংরক্ষণ প্রত্যাহার করেনি।

শিরীন হক বলেন, পারিবারিক আইনে যেসব বৈষম্য রয়েছে, সেসব পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। সিডও সনদের দুটি ধারার ওপর সংরক্ষণ প্রত্যাহার করারও সুপারিশ করা হচ্ছে। তিনি বলেন, ‘এসব ক্ষেত্রে আমরা যেসব পরিবর্তন চাইছি, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে। কারণ, এ সরকার ভোটের ওপর নির্ভরশীল নয়।’

কমিশনের সুপারিশে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও পোশাকশ্রমিকসহ সব পেশাজীবী ও শ্রমজীবী নারীর জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশ করা হচ্ছে। এখন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি শুধু সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীরা পেয়ে থাকেন। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও তাদের নারী কর্মীদের এই সুবিধা দিয়ে থাকে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দিবাযত্ন কেন্দ্র স্থাপন, নারী অধিকার কমিশন গঠন, বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ বিধানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ বাতিলের মতো গুরুত্বপূর্ণ সুপারিশও থাকছে।

১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনে প্রজ্ঞাপন জারি হয় গত ১৮ নভেম্বর। কমিশনের অন্য সদস্যরা হলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্যবিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, নারীপক্ষের পরিচালক কামরুন নাহার, এশীয় উন্নয়ন ব্যাংকের জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

সম্পর্কিত নিবন্ধ