রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের অনেক স্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কুয়াশা পড়ে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেক স্থানে কেটে যায়। রোদ ওঠে। তবে সেই রোদ আবার ঢেকে যাচ্ছে মেঘ ও কুয়াশায়। রাজধানীতে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণাঞ্চলে মূলত এ কুয়াশা হয়। আজ রাজধানী বা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। আগামী দুয়েক দিন এমন কুয়াশা থাকতে পারে সকালের দিকে। আবার দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনাও আছে।

আজকের সকাল কুয়াশায় ঢাকা থাকলেও রাজধানীতে কিন্তু গতকালের চেয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আজ নগরীরর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে রাজধানীর।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ দেশের সার্বিক তাপমাত্রাও বেড়েছে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আর তা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা এভাবে আরও অন্তত দুই দিন বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে পারে। তবে সেটা খুব তাৎপর্যপূর্ণ না। দুই দিন এমন থাকার পর আবার তাপমাত্রা বাড়তে পারে।

আজ রাজধানীতে এত কুয়াশা পড়ার কারণ হিসেবে নাজমুল হক বলছিলেন, এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে কুয়াশা সৃষ্টি হয়। দক্ষিণের বায়ুর সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে। এর আধিক্যে এমন মেঘলা আবহাওয়ার সৃষ্টি হয়। দক্ষিণের কুয়াশা বাতাসের তারতম্যের জন্য দেশের মধ্যাঞ্চল বা এই রাজধানী পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী দুয়েক দিন সকালে এমন কুয়াশা থাকতে পারে।

এর মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস। আজ রংপুর ও সিলেটের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স গতক ল

এছাড়াও পড়ুন:

গণহত্যার অভিযোগে গ্রেফতার এএসপি জাবেদ ইকবাল ট্রাইব্যুনালে

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় তৎকালীন এ এস পি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, এএসপি জাবেদ ইকবাল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ