সরকারের নির্দেশনাও মানেনি দুর্বার রাজশাহী
Published: 11th, February 2025 GMT
ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানও যুব ও ক্রীড়া উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া পরিশোধের।
ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে।
সরকারের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল গতকাল। এ সময়ের ভেতরে ক্রিকেটাররা রাজশাহীর মালিকের কাছ থেকে আর কোনো টানা পাননি। এনামুল হক বিজয়রা টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চেয়ে শফিকুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। বিসিবি থেকেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মানুষের আনন্দ-বেদনার কাব্য
আজ শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভি পর্দায় প্রচার শুরু হবে ‘সবুজ গ্রাম পাথরের শহর’। সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের গল্পে এবং ইউসুফ আলীর চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন নানা প্রজন্মের শিল্পী; দিলারা জামান, সালাহউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, বড়দা মিঠু, শরাব আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, এ কে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।