Samakal:
2025-03-14@06:07:52 GMT

এবার কেমন দল হলো আবাহনীর?

Published: 11th, February 2025 GMT

এবার কেমন দল হলো আবাহনীর?

নতুন বছর নতুন মৌসুম নতুন ক্রিকেটার দিয়েই শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দায়িত্ব পেয়েই এগিয়ে চলেছেন দল গঠনে। 

তবে এক বছর আগেই যে দাপট ছিল আবাহনীর, সেটি এখন আর নেই।  রাজনৈতিক পট পরিবর্তনে পাশার দান উল্টে গেছে। ইসমাইল হায়দার মল্লিকরা চাইলে জাতীয় দলের সব ক্রিকেটারকে খেলতে হতো দলটিতে। মল্লিকরা ক্ষমতা হারানোয় এবার আর সেটি হচ্ছে না। বিগত ১০ বছর ঢাকার ক্রিকেটে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এই ক্লাবটির কর্মকর্তাদের। ইচ্ছা হলে পুরো নিয়ম পাল্টে দিতেন তারা। একজন করে বিদেশি খেলার যে নিয়ম ছিল, গত মৌসুমে তাও বাতিল করে দেয় আবাহনী চাওয়ায়। 

আওয়ামী লীগের পতনে আবাহনী দুর্বল হলেও প্রিমিয়ার লিগে বিদেশি খেলানোর নিয়ম ফিরছে না। এ বছরও সম্পূর্ণ দেশি ক্রিকেটার নিয়ে হবে লিগের খেলা। সে কারণে আর্থিকভাবে সচ্ছল ক্লাবগুলো ঘর গোছাতে শুরু করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীতে তারকা ক্রিকেটার নেই, তা নয়। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, নাহিদ রানা, রিপন মণ্ডল, শেখ মেহেদিকে নিশ্চিত করার খবর জানান আবাহনীর নতুন কোচ হান্নান সরকার। বিগত বছরগুলোতে হান্নানের জায়গায় ছিলেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেটারদের দলে টানলেও দলবদল না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) থেকে জানা গেছে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। লিগের খেলা মাঠে গড়াবে ৩ মার্চ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে খেলা। ৮ ফেব্রুয়ারি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিস্ট-এ ক্রিকেট শুরু হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

কামাভিঙ্গায় আগ্রহী ম্যানসিটি 

রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ মিডফিল্ডার এডওয়ার্ড কামাভিঙ্গাকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে বাঁ-পায়ের এই ফুটবলারের বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে সিটিজেনরা। ফুটবল দলবদল বিষয়ক সাংবাদিক ফ্লোরিয়ান পিটারবার্গ এই দাবি করেছেন। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি আছে কামাভিঙ্গার। তাকে দলে পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে সিটিজেনদের। তার আগে অবশ্য লস ব্লাঙ্কোস ছাড়তে কামাভিঙ্গা সম্মত কিনা সেটা পরিষ্কার হতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকেও ছিটকে গেছে। সেরা চারে মৌসুম শেষ করতে পারাই এখন পেপ গার্দিওলার প্রধান চ্যালেঞ্জ।

এরই মধ্যে গার্দিওলা নতুন মৌসুম নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। তারই অংশ হিসেবে জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে রেকর্ড অর্থ খরচ করে পাঁচ ফুটবলার ভিড়িয়েছে ম্যানসিটি বোর্ড। 

গ্রীষ্মকালীন দলবদলের বাজারে মিডফিল্ড ছাড়াও গোলরক্ষক এদেরসনের বিকল্প খুঁজছে ম্যানসিটি। বেশ ক’জন গোলরক্ষক এরই মধ্যে সিটিজেন কোচ পেপ গার্দিওলার শর্টলিস্টে আছেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • কামাভিঙ্গায় আগ্রহী ম্যানসিটি