কী আছে ‘পুষ্পা ২’–এর বাড়তি ২৪ মিনিটে
Published: 11th, February 2025 GMT
‘পুষ্পা ২’ মুক্তি পায় গত বছরের ৫ ডিসেম্বর। মুক্তির পরেই দেশ–বিদেশে ঝড় তোলে সিনেমাটি। এখন পর্যন্ত সিনেমাটি দেশ ও দেশের বাইরে প্রায় ১ হাজার ৮০০ কোটি রুপির ব্যবসা করেছে। মুক্তির এক মাস পরে বাড়তি কিছু দৃশ্য যোগ করে নতুনভাবে হলে মুক্তি পেয়েছিল সুকুমারের সিনেমাটি।
এক নজরেসিনেমা: ‘পুষ্পা ২: দ্য রুল রিলোডেড ভার্সন’
জনরা: অ্যাকশন থ্রিলার
পরিচালক: সুকুমার
দৈর্ঘ্য: ৩ ঘণ্টা ৪৪ মিনিট
অভিনয়: আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল
বাড়তি ২৪ মিনিট যোগ করে ‘পুষ্পা ২’–এর রিলোডেড ভার্সন গত ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ফলে সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিটে! এটি এখন ভারতের সবচেয়ে বড় দৈর্ঘ্যের সিনেমার একটি। প্রায় চার ঘণ্টার সিনেমাটি বাংলাদেশ থেকেও নেটফ্লিক্স ওয়াচলিস্টের সিনেমার তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু কী আছে এই বাড়তি ২৪ মিনিটে?
এর আগে নেটফ্লিক্সে এক্সটেন্ডেড কাটসহ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জাওয়ান’, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে এসব সিনেমার অতিরিক্ত দৃশ্য হতাশ করেছিল দর্শকদের। অপ্রয়োজনীয় দৃশ্য সংযোজন কিংবা শুধু সহিংসতার দৃশ্য যুক্ত করা এই অতিরিক্ত সময়ে দর্শকেরা বিরক্ত হয়ে উঠেছিলেন। তবে ‘পুষ্পা ২’–এর এই রিলোডেড ভার্সনে কি নতুন কিছু দেখতে পান দর্শকেরা? নাকি হতাশ হতে হয় তাঁদের?
‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।