কী আছে ‘পুষ্পা ২’–এর বাড়তি ২৪ মিনিটে
Published: 11th, February 2025 GMT
‘পুষ্পা ২’ মুক্তি পায় গত বছরের ৫ ডিসেম্বর। মুক্তির পরেই দেশ–বিদেশে ঝড় তোলে সিনেমাটি। এখন পর্যন্ত সিনেমাটি দেশ ও দেশের বাইরে প্রায় ১ হাজার ৮০০ কোটি রুপির ব্যবসা করেছে। মুক্তির এক মাস পরে বাড়তি কিছু দৃশ্য যোগ করে নতুনভাবে হলে মুক্তি পেয়েছিল সুকুমারের সিনেমাটি।
এক নজরেসিনেমা: ‘পুষ্পা ২: দ্য রুল রিলোডেড ভার্সন’
জনরা: অ্যাকশন থ্রিলার
পরিচালক: সুকুমার
দৈর্ঘ্য: ৩ ঘণ্টা ৪৪ মিনিট
অভিনয়: আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল
বাড়তি ২৪ মিনিট যোগ করে ‘পুষ্পা ২’–এর রিলোডেড ভার্সন গত ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ফলে সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিটে! এটি এখন ভারতের সবচেয়ে বড় দৈর্ঘ্যের সিনেমার একটি। প্রায় চার ঘণ্টার সিনেমাটি বাংলাদেশ থেকেও নেটফ্লিক্স ওয়াচলিস্টের সিনেমার তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু কী আছে এই বাড়তি ২৪ মিনিটে?
এর আগে নেটফ্লিক্সে এক্সটেন্ডেড কাটসহ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জাওয়ান’, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে এসব সিনেমার অতিরিক্ত দৃশ্য হতাশ করেছিল দর্শকদের। অপ্রয়োজনীয় দৃশ্য সংযোজন কিংবা শুধু সহিংসতার দৃশ্য যুক্ত করা এই অতিরিক্ত সময়ে দর্শকেরা বিরক্ত হয়ে উঠেছিলেন। তবে ‘পুষ্পা ২’–এর এই রিলোডেড ভার্সনে কি নতুন কিছু দেখতে পান দর্শকেরা? নাকি হতাশ হতে হয় তাঁদের?
‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন বিজ্ঞানীরা
টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নতুন প্রযুক্তির এ ব্যাটারি যেকোনো আকার ধারণ করতে পারে। এর ফলে ব্যাটারিটি ভবিষ্যতে পরিধানযোগ্য বৈদ্যুতিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও রোবট তৈরিতে কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসারণযোগ্য ব্যাটারি তৈরির জন্য অনেক বছর ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এবার কাগজ উৎপাদনের টেকসই উপজাত কন্ডাকটিভ প্লাস্টিক ও লিগনিনের ওপর ভিত্তি করে নমনীয় ব্যাটারি তৈরি করেছেন লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকীতে নতুন এ ব্যাটারির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এরই মধ্যে নতুন প্রযুক্তির ব্যাটারির একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যা ৫০০ বারের বেশি রিচার্জ ও ডিসচার্জ করার পরও কার্যক্ষমতা বজায় রাখতে পারে। এই ব্যাটারি দ্বিগুণ দৈর্ঘ্যে প্রসারিত করা হলেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। আকারহীন ব্যাটারি কনফিগারেশন অর্জন করার কারণে পরবর্তী প্রজন্মের পরিধানযোগ্য ডিভাইসে নতুনত্ব আসবে। যদিও প্রোটোটাইপ ব্যাটারিটি বর্তমানে শিল্পে ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এটি কেবল ১ ভোল্ট সঞ্চয় করতে পারে, যা একটি স্ট্যান্ডার্ড গাড়ির ব্যাটারির ভোল্টেজের ৮ শতাংশের কম।
নতুন ব্যাটারির বিষয়ে বিজ্ঞানী আইমান রহমানুদ্দিন বলেন, ‘নমনীয় ব্যাটারি তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তবে আমরা ব্যাটারির ক্ষমতা অনমনীয়তার ওপর নির্ভরশীল নয় বলে প্রমাণ করেছি। নতুন উদ্ভাবিত টেক্সচারটি কিছুটা টুথপেস্টের মতো। ব্যাটারির উপাদান থ্রিডি প্রিন্টারে ব্যবহার করে ইচ্ছেমতো ব্যাটারির আকার দেওয়া যেতে পারে। এর মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচিত হবে।’
সূত্র: এনডিটিভি