Samakal:
2025-04-15@00:26:46 GMT

মোহামেডান যেন বরিশালের ছায়া দল

Published: 11th, February 2025 GMT

মোহামেডান যেন বরিশালের ছায়া দল

বিপিএল শেষ হয়েছে গেল শুক্রবার। একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তবে আলোচনাতে এখনো দেশের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের আরেক বড় আসর এরই মাঝে উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কড়া নাড়ছে দরজায়। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।

গত আগস্টে রাজনৈতিক পালা বদলের পর ক্রিকেটেও যে এর প্রভাব পড়বে তা জানাই ছিল। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিকে তাকালে তা স্পষ্ট হয়। এবার শক্তিশালী দল গড়ছে মোহামেডান। অথচ এক বছর আগেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে প্রচণ্ড দাপট ছিল আবাহনীর। ইসমাইল হায়দার মল্লিকরা চাইলে জাতীয় দলের সব ক্রিকেটারকে খেলতে হতো দলটিতে। তাদের রিজার্ভ বেঞ্চে যে পরিমাণ বড় তারকা থাকতেন, মোহামেডানের পুরো স্কোয়াডে তা থাকতেন না। রাজনৈতিক পট পরিবর্তনে পাশার দানও উল্টে গেছে। টাকার অভাবে আবাহনী বড় দল গড়তে পারছে না।

সেই সুযোগে শক্তিশালী দল বানাচ্ছে মোহামেডান। মূলত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদেরই টেনে নিচ্ছে সাদা-কালো শিবিরের দল। নামিদামি সব ক্রিকেটার নিয়েছে তারা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়দের ডেরা এখন মতিঝিলের ক্লাবটিতে। সেদিক থেকে বলতেই পারেন, সময় এখন মোহামেডানের। বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে তারা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়দের ডেরা এখন মতিঝিলের ক্লাবটিতে। সেদিক থেকে বলতেই পারেন, সময় এখন মোহামেডানের। বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে তারা। ক্লাবপাড়ার গুঞ্জন, মোহামেডান এবার ৭ কোটি টাকার দল। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকা ক্রিকেটার নিয়েছে দলটি।

ক্রিকেটারদের দলে টানলেও দলবদল না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) থেকে জানা গেছে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। লিগের খেলা মাঠে গড়াবে ৩ মার্চ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে খেলা। ৮ ফেব্রুয়ারি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিস্ট-এ ক্রিকেট শুরু হবে।

মোহামেডান স্পোর্টিং লিমিটেড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অংকন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, আরিফুর ইমলাম ইথুন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল ত ম ম ইকব ল এখন ম

এছাড়াও পড়ুন:

এমবাপ্পের ‘গোপন’ বিষয় জানাতে বই লিখছেন ক্যাম্পোস

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন এক সত্য উন্মোচনের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর তার দলবদলের নেপথ্য কাহিনী, ক্লাবের অভ্যন্তরীণ সংকট ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চলেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস। জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ক্যাম্পোস একটি বই লিখছেন যেখানে তিনি সবকিছু খোলাসা করবেন বলে জানিয়েছেন। বইটিতে ক্যাম্পোস নিজের দায়িত্বকালীন অভিজ্ঞতা, দলবদলের কৌশল এবং ক্লাব পরিচালনার নানান অজানা দিক তুলে ধরবেন।

মোনাকো থেকে পিএসজি, দুই ক্লাবেই এমবাপ্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্যাম্পোসের। ২০২৩ সালের গ্রীষ্মে ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কের পর যখন এমবাপ্পে পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে, তখন তিনিই ছিলেন তার পাশে। সেই সময় এমবাপ্পে বলেছিলেন, ‘লুইস ক্যাম্পোস আর কোচ লুইস এনরিক না থাকলে আমি পিএসজির হয়ে আর খেলতাম না।’

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। তার এই বিদায়ের নেপথ্য গল্প নিয়েও ক্যাম্পোস মুখ খুলবেন বইটিতে এমনটাই ধারণা ফুটবল বিশ্লেষকদের।

মোনাকোতে থাকাকালীনই ক্যাম্পোস নজর কাড়েন তরুণ প্রতিভা তুলে আনার দক্ষতায়। তার গড়া দল ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতে। এরপর লিলে গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, রাফায়েল লেয়াও, নিকোলাস পেপের মতো খেলোয়াড়দের কিনে বিশাল মুনাফায় বিক্রি করে খ্যাতি কুড়ান। সেই ধারাবাহিকতায় পিএসজিকেও নতুন রূপ দিয়েছেন তিনি।

তবে পিএসজির সঙ্গে ক্যাম্পোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। নতুন করে চুক্তি স্বাক্ষর না হওয়ায় গুঞ্জন উঠেছে, তিনি অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকার গুঞ্জন ছিল, যদিও ওই পদে এখন ইতালিয়ান আন্দ্রেয়া বের্তা নিয়োগ পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের ‘গোপন’ বিষয় জানাতে বই লিখছেন ক্যাম্পোস