আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। পূর্বনির্ধারিত এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে টেস্ট সিরিজের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

সাদাপোশাক দুই ম্যাচের টেস্টের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র রাইজিংবিডকে নিশ্চিত করেছে। টেস্ট দুটি হবে সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় মিরপুরে কোনো ম্যাচ রাখা হয়নি।

দুই দেশের ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণে কাজ করে যাচ্ছে। খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত সূচি চূড়াণ্ত হয়নি। দ্রুতই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ হতে পারে।

আরো পড়ুন:

বিশ্বকাপে তাসকিনের সম্ভাবনা ফিফটি-ফিফটি, অপেক্ষা করবে বিসিবি

ভালো উইকেটে পাল্টে যাবে বাংলাদেশের ‘ব্যাটিং’

সবশেষ জিম্বাবুয়ে বাংলাদেশে টেস্ট খেলেছিল ২০২০ সালে। মিরপুর শের-ই-বাংলায় সেবার ইনিংস ও ১০৬ রানের ব ড় ব্যধানে জিতেছিল  বাংলাদেশ।

বাংলাদেশ এখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিচ্ছে। ১৩ ফেব্রুয়ারী রাতে দুবাই উড়াল দেয়ার কথা রয়েছে। ২০ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

এদিন ভোরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত নিবন্ধ