বিশ্বব্যাংকে ইন্টার্নশিপ: ঘণ্টাপ্রতি বেতন, নেই ইংরেজি ভাষা পরীক্ষা, আবেদন করুন দ্রুত
Published: 11th, February 2025 GMT
বিশ্বব্যাংক স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে হবে। চার মাস মেয়াদের এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশসহ সব দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না। তবে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের সিভি, স্টেটমেন্ট অব ইন্টারেস্টসহ আবেদন করতে হবে। একবার আবেদন করলে আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।
আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১২ ঘণ্টা আগেকোন বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেনঅর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনে কী কী প্রয়োজনজীবনবৃত্তান্ত (সিভি);
স্টেটমেন্ট অব ইন্টারেস্ট;
স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণপত্র।
আরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ২০ ঘণ্টা আগেআবেদনে যোগ্যতার মানদণ্ডআন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে;
আবেদনকারীর কোনো বয়সসীমা নেই;
ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা;
কম্পিউটিংয়ে এবং অন্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।
ছবি: বিশ্বব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’
ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।
তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি।
‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
আরো পড়ুন:
মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।
‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/শান্ত