অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার
Published: 11th, February 2025 GMT
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে গাজীপুরে গত ৩ দিনে গ্রেপ্তার হলো ২৪৬ জন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গাজীপুর জেলার ৫ টি থানায় গ্রেপ্তার হয়েছে ১২ জন।
এর আগে ডেভিল হান্ট’র অভিযানে মহানগর ও জেলা পুলিশ ৬৫ জন ও রোববার রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড.
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করা হয় এবং তাদেরকে আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী মামলার প্রধান আসামি।
ঢাকা/রেজাউল/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
গায়কের ব্যক্তিগত প্লেন দুর্ঘটনায় আহত প্রেমিকা, নিহত ১
আমেরিকান হেভি মেটাল ব্যান্ড ‘মোটলি ক্রু’র প্রধান গায়ক ভিন্স নিলের ব্যক্তিগত প্লেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেলে এটি ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন নিলের প্রেমিকা রেইন হান্নাসহ বেশ কয়েকজন। দ্য হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যান্ডটির পক্ষ থেকে এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে, ‘সোমবার দুপুর ২টা ৩৯ মিনিটে ভিন্স নিলের মালিকানাধীন লিয়ারজেট মডেল ৩৫-এ স্কটসডেল বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল। তবে অজানা কারণে, প্লেনটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি পার্ক করা প্লেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।’
এতে আরও বলা হয়েছে, ‘ভিন্স নিলের প্লেনে দুজন পাইলট এবং দুজন যাত্রী ছিলেন। ভিন্স নিজে প্লেনে ছিলেন না। প্লেনটি দুর্ঘটনার পর ভিন্সের প্রেমিকা রেইনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে।’
স্কটসডেল বিমানবন্দরের একজন প্রতিনিধি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান যে, পার্ক করা প্লেনটি ছিল একটি গালফস্ট্রিম ২০০ জেট। লিয়ারজেটের ল্যান্ডিং গিয়ার হয়তো ফেল করেছিল, যা দুর্ঘটনাটির কারণ হতে পারে।