যুক্তরাষ্ট্রে ফের উড়োজাহাজ দুর্ঘটনা, নিহত ১
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
যুক্তরাষ্ট্রে একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল মিউনিসিপ্যাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি বাণিজ্যিক জেট রানওয়ে থেকে ছিটকে পড়লে পার্ক করা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। সোমবারের (১০ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্কটসডেল দমকল বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনায় আরও অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মীরা তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।
রয়টার্সের এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আহতদের মধ্যে একজন তখনও দুর্ঘটনার শিকার একটি উড়োজাহাজে আটকা পড়ে ছিলেন। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত আর কোনও তথ্য জানাননি ফোলিও।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে লিয়ারজেট ৩৫এ উড়োজাহাজটি আগে থেকেই পার্ক করে রাখা গালফস্ট্রিম ২০০ জেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলমান আছে।
এই দুর্ঘটনায় মার্কিন বিমান নিরাপত্তা আবারও প্রশ্নবিদ্ধ হলো।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বিগত কয়েক সপ্তাহে হয়ে যাওয়া কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত করছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী জেট ও সামরিক হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষ। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল জেট দুর্ঘটনায় সাত জন এবং আলাস্কায় আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: দ র ঘটন র দ র ঘটন য়
এছাড়াও পড়ুন:
মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহত দুজনই মোটরসাইকেল আরোহী। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া উপজেলার নলবিলার ডলমপীর শাহ মাজার–সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. জিসান (৩৪)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, জিসানসহ চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে বান্দরবান আদালতে একটি মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। চকরিয়া এলাকায় ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী গ্রিনলাইন পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা একজন নিহত এবং একজন আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।