সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যুক্তরাষ্ট্রে একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল মিউনিসিপ্যাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি বাণিজ্যিক জেট রানওয়ে থেকে ছিটকে পড়লে পার্ক করা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। সোমবারের (১০ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্কটসডেল দমকল বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনায় আরও অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মীরা তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।

রয়টার্সের এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আহতদের মধ্যে একজন তখনও দুর্ঘটনার শিকার একটি উড়োজাহাজে আটকা পড়ে ছিলেন। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত আর কোনও তথ্য জানাননি ফোলিও।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে লিয়ারজেট ৩৫এ উড়োজাহাজটি আগে থেকেই পার্ক করে রাখা গালফস্ট্রিম ২০০ জেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলমান আছে।

এই দুর্ঘটনায় মার্কিন বিমান নিরাপত্তা আবারও প্রশ্নবিদ্ধ হলো।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বিগত কয়েক সপ্তাহে হয়ে যাওয়া কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত করছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী জেট ও সামরিক হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষ। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল জেট দুর্ঘটনায় সাত জন এবং আলাস্কায় আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দ র ঘটন র দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ভালোবেসে ঘর বেঁধেছে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। এ সংসারে আরাধ্য নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। রুপালি পর্দায়ও অনেকবার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। তার পরবর্তী সিনেমা ‘বি হ্যাপি’। এ সিনেমার গল্পও বাবা-মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে।

সিনেমাটির প্রচারে গিয়ে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সমীকরণ নিয়ে কথা বলেছেন অভিষেক। বাবা-মায়ের ভূমিকাও ব্যাখ্যা করেছেন। এক পর্যায়ে অভিষেক জানান— বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না।

অভিষেক বচ্চন বলেন, “অনেক সময় আমরা ভুলে যাই, একজন বাবা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয়, পুরুষরা প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা ভালো না। এটি তাদের বড় একটি দুর্বলতা। তাদের খুব নীরবে যেকোনো দায়িত্ব বা চাপ গ্রহণ করে তা এগিয়ে নিয়ে যেতে হয়।”

আরো পড়ুন:

অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর ২১ বছর পর মোহন বাবুর বিরুদ্ধে মামলা

শ্রীলীলা-কার্তিকের প্রেম, গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেতার মা

সন্তানের কাছে বাবা কখনো মায়ের বিকল্প হতে পারেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “বাবা কখনো মায়ের বিকল্প হতে পারে না। নারীরা উচ্চতর জাতি। কিন্তু একজন বাবার কাজকে অবহেলা করা উচিত নয়। মাঝে মাঝে বলা উচিত— বাবা হয়তো একজন মায়ের তুলনায় কিছুই না, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেন।”

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না। এ তথ্য জানিয়ে অভিষেক বলেন, “সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আপনি আপনার সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালন-পালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার উপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা।”

রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— নোরা ফাতেহি, নাসের, ইনায়েত ভার্মা, জনি লিভার প্রমুখ। আগামী ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন আজ
  • বাড়ি তো নয়, যেন উদ্যান
  • সাত বছর ধরে হাতে লিখে পত্রিকা বের করছেন একজন দিনমজুর 
  • অস্ত্রধারীরা যাত্রীদের দলে দলে নিয়ে গুলি করে হত্যা করছিল: প্রত্যক্ষদর্শীর বর্ণনা
  • কলেজের গভর্নিং বডির সভাপতি-সদস্যদের সম্মানী বন্ধ, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
  • সব প্রজন্মের জন্য উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি
  • চট্টগ্রামে ওমরাফেরত মোয়াল্লেমের কাছে ৪০০ গ্রাম স্বর্ণ
  • বাংলাদেশ সৈয়দ মঞ্জুর এলাহীর মতো শিল্পপতিদেরই চায়
  • আলোচনার মধ্যেই ইসরায়েলের হামলা জোরদার
  • বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক