Risingbd:
2025-02-11@13:08:48 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

Published: 11th, February 2025 GMT

বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

চ্যাম্পিয়নস ট্রফিতে কি দেখা যাবে জসপ্রিত বুমরাহকে? ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এই প্রশ্নটা মিলিয়ন ডলারের। ফিটনেসের অনিশ্চয়তা থাকায় তার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ এখন পর্যন্ত অনিশ্চিত। তবে আজই তার ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ আজ। ফলে সময়ের সেরা বোলারকে নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে। 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা এখন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয় করবে।

গত ১৮ জুন ভারত সাম্ভাব্য ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। কিন্তু তার ফিটনেস নিয়ে ছিল অনিশ্চয়তা। চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ ম্যাচটি তার খেলার কথা। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তার খেলার সম্ভাবনা নেই। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরুর অপেক্ষায় থাকা চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় ভারত। 

গত জানুয়ারিতে সিডনি টেস্টে শেষ খেলেছেন বুহরাহ। পিঠের চোটের কারণে তাকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যেটা শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।

বুমরাহ পুরোপুরি ফিট হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে তার জায়গায় হারসিত রানাকে নিতে পারে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলেছেন ডানহাতি পেসার। 

তবে বুমরাহর জন্য অপেক্ষা করবে ভারত। ১১ ফেব্রুয়ারির পর স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে। সেক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো কারণে স্কোয়াডের ক্রিকেটারকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে আইসিসিরি অনুমোদনের প্রয়োজন হবে। 

ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে। ২০ ফেব্রুয়ারি দুই দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ভারত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে ‘শাহ আবদুল করিম লোক উৎসব’ উদ্‌যাপিত

‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘গাড়ি চলে না’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’—এ রকম অসংখ্য কালজয়ী গান ও এর স্রষ্টাকে শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’।

বাউলসম্রাটের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে তৃতীয়বারের মতো এ উৎসবে সহযোগী ছিল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বাংলা লোকগানের এই অমর স্রষ্টার স্মরণে ২০০৬ সাল থেকে কালনী নদীর তীরে উজানধল মাঠে আয়োজিত হয়ে আসছে এই উৎসব।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শাহ আবদুল করিম পরিষদের সভাপতি এবং বাউলসম্রাটপুত্র শাহ নুর জালালের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)সহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, ‘বিকাশ সাধারণ মানুষের জন্য সবচেয়ে সহজে, নিরাপদে আর্থিক সেবা নিশ্চিত করে যাচ্ছে। এই সেবাগুলো দেওয়ার পাশাপাশি দেশের আবহমান সংস্কৃতির চর্চায়ও যেন আমরা ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা অব্যাহত রেখেছি।’

বরাবরের মতো এবারও উৎসব আয়োজনে সহযোগিতার জন্য বিকাশ ও গ্রামবাসীকে কৃতজ্ঞতা জানান শাহ আবদুল করিম পরিষদের সভাপতি এবং বাউলসম্রাটপুত্র শাহ নুর জালাল।

সারা দেশ থেকে আসা লোকসংগীতের শিল্পী ও ভক্ত-অনুরাগীরা বাউলসম্রাটের সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গান-শ্রদ্ধা-স্মরণে মাতিয়ে রাখেন দুটি রাত। স্থানীয় তরুণ-বৃদ্ধ-নারীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকেও আসা ভক্ত-সুধীজনেরা অংশ হয়ে ওঠেন এই প্রাণের উৎসবের। উৎসব কেন্দ্র করে উজানধল মাঠে নানা পণ্যের পসরা নিয়ে এবারও জমে ওঠে বর্ণিল মেলা।

সম্পর্কিত নিবন্ধ