নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে উৎপল রায় (৬২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাহাপাড়া এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন উৎপল রায় ও তাঁর ছেলে উজ্জ্বল কুমার রায়। তাঁদের বাসায় একজন নারী গৃহপরিচারিকার কাজ করেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই নারী বাসায় ঢোকেন। পরে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল বাসায় এসে দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তাঁর বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।

ওসি জানান, কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই বাড়ির দারোয়ান পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে কাজী মনিরের সমাবেশে  ‘জয় বাংলা’ স্লোগান, সমালোচনার ঝড়

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তোলপাড় চলছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বাকেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে আয়োজন করেছিল। সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগানের পর থেকে রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।


সমাবেশে রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান নিজের বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। পরে সভা মঞ্চ থেকে মাহাবুবকে দলের নেতাকর্মীরা অপমান করে নামিয়ে দেন। বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগের সময় সুযোগ-সুবিধা নিয়েছেন মাহাবুব রহমান। ৫ আগষ্টের পর বিএনপিতে ফিরেন তিনি। 


নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ‘জয় বাংলা জয় ....’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা।


এ বিষয়ে বিএনপি নেতা মাহাবুব রহমান বলেন, আমি ভুল করে ‘জয় বাংলা বলে স্লোগান দিয়েছি। তবে জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খানদানের দুশমন। আবেগের মধ্যেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলাম। বিএনপির এ নেতার দাবি, তার বক্তব্যের শেষের দিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা ভুল হয়েছে। 


রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, মাহাবুব রহমান আমাদের একজন প্রবীন নেতা। উনি কিভাবে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন তা বুঝতে পারছি না। তাছাড়া শুনেছি, তিনি ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের সাথে রাজনীতি করছেন। এটি তিনি হয়তো ইচ্ছাকৃত করেননি।


রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোষর কিছু নেতার ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। মাহাবুব রহমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকানেড্ কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 


এদিকে স্থানীয়দের একাধিক সূত্র জানায়, আওয়ামীলীগের গাজী গোলাম দস্তগীর গাজীর বহু কর্মী-সমর্থক পুলিশী ঝামেলা এড়াতে বিএনপিতে ভিড়েছে। দল ভারী করতে রূপগঞ্জের শীর্ষ নেতারা তাদের কাছে নিয়েছে। তারই বহি:প্রকাশ ‘বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ শ্লোগান। 

 
 

সম্পর্কিত নিবন্ধ

  • শহীদ মিনারে ‘আমাদের স্বজন, আমাদের দায়িত্ব’ শীর্ষক পথ নাটক পরিবেশিত
  • ইতিহাসের এক আকড় গ্রন্থ  ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’
  • নারায়ণগঞ্জে সেভ দ্য চিলড্রেন কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার
  • নারায়ণগঞ্জের ফ্ল্যাটে সেভ দ্যা চিলড্রেন প্রকল্প পরিচালকের গলাকাটা লাশ
  • সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা
  • নারায়ণগঞ্জ শহরে নিজ ফ্ল্যাটে এনজিও কর্মকর্তা খুন
  • রূপায়ণ টাউনে চাঁদার অভিযোগ করতে গিয়ে উল্টো ফেঁসে গেলো আজমেরীর ক্যাডার রাজ
  • শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
  • রূপগঞ্জে কাজী মনিরের সমাবেশে  ‘জয় বাংলা’ স্লোগান, সমালোচনার ঝড়