ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে এ–সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটা ২৫ শতাংশ হবে।’

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে ‘একটি বড় ঘটনা’ মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার সূচনা করবে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি অটোমোবাইল, ওষুধপত্র আর কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়ে বিবেচনা করবেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা (আমদানি) সব ধরনের ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন।

আরও পড়ুনট্রাম্পের ‘বাণিজ্যযুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও০৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র২১ ঘণ্টা আগে

ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। তাই দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে।

আরও পড়ুনমেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনের সঙ্গেও আলোচনা হবে০৪ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প আমদ ন

এছাড়াও পড়ুন:

গায়কের ব্যক্তিগত প্লেন দুর্ঘটনায় আহত প্রেমিকা, নিহত ১

আমেরিকান হেভি মেটাল ব্যান্ড ‘মোটলি ক্রু’র প্রধান গায়ক ভিন্স নিলের ব্যক্তিগত প্লেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেলে এটি ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন নিলের প্রেমিকা রেইন হান্নাসহ বেশ কয়েকজন। দ্য হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ব্যান্ডটির পক্ষ থেকে এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে, ‘সোমবার দুপুর ২টা ৩৯ মিনিটে ভিন্স নিলের মালিকানাধীন লিয়ারজেট মডেল ৩৫-এ স্কটসডেল বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল। তবে অজানা কারণে, প্লেনটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি পার্ক করা প্লেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।’

এতে আরও বলা হয়েছে, ‘ভিন্স নিলের প্লেনে দুজন পাইলট এবং দুজন যাত্রী ছিলেন। ভিন্স নিজে প্লেনে ছিলেন না। প্লেনটি দুর্ঘটনার পর ভিন্সের প্রেমিকা রেইনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে।’

স্কটসডেল বিমানবন্দরের একজন প্রতিনিধি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান যে, পার্ক করা প্লেনটি ছিল একটি গালফস্ট্রিম ২০০ জেট। লিয়ারজেটের ল্যান্ডিং গিয়ার হয়তো ফেল করেছিল, যা দুর্ঘটনাটির কারণ হতে পারে।

সম্পর্কিত নিবন্ধ