সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সোমবার দিবাগত রাতে উৎপল রায় (৬২) নামে এক এনজিও কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা টানবাজার সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭তলা ভবনের ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করে।
নিহত উৎপল রায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দা চিলড্রেন’র প্রকল্প পরিচালক ছিলেন। তার ২ ছেলের একজন দেশের বাইরে থাকেন। আরেকজন পেশায় চিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর এলাকার এক নারী এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই নারী বাসায় ঢোকেন। পরে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, কারা কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনজে
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ শহরে নিজ ফ্ল্যাটে এনজিও কর্মকর্তা খুন
নারায়ণগঞ্জ শহরে নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্প পরিচালক উৎপল রায়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টানবাজার সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ওই এলাকায় ব্যবসায়ী শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে তাকে গলাকেটে হত্যা করে।
নিহত উৎপল রায়ের ২ ছেলের একজন দেশের বাইরে ও আরেকজন পেশায় ডাক্তার। তার নাম উজ্জ্বল কুমার রায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর এলাকার একজন কাজের মহিলা এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা হতে ৭টার মধ্যে ওই মহিলা বাসায় ঢুকে। পরে সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে বের হয়। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখে ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন জানান, কারা কেন হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।