চ্যাম্পিয়নস ট্রফির জন্য একটা ক্রমতালিকা করা হলো, বাংলাদেশ ওখানে কত নম্বরে থাকবে বলে আপনার ধারণা? পারফরম্যান্স বা পরিসংখ্যানে সেরা তিনে থাকার সম্ভাবনা খুব একটা নেই। নানা নামে হওয়া আট আসরে বাংলাদেশের প্রাপ্তি বলতে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা।

এবার আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি যখন দোরগোড়ায়, বাংলাদেশ একটি দিক থেকে আছে অস্ট্রেলিয়ার পরই। যারা কেবল একবার সেমিফাইনাল খেলেছে, তারা আবার দুইয়ে থাকে কী করে—প্রশ্নটা আসা স্বাভাবিক। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি খেলার অভিজ্ঞতা আছে—এমন ক্রিকেটারের সংখ্যায় অস্ট্রেলিয়ার পরই আছে বাংলাদেশ।
স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড—এই সাত অস্ট্রেলিয়ান আগেও খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। ম্যাক্সওয়েল ও স্টার্কের অভিজ্ঞতা একটু বেশি—তাঁরা এবার তৃতীয়বারের মতো খেলবেন এই টুর্নামেন্ট।

আরও পড়ুনবাবরকে নিয়ে কেউ ঠাট্টা করলে ভালো লাগে না পাকিস্তানি এই মডেল-অভিনেত্রীর১০ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফির এবারের স্কোয়াডে আছেন, আগেও এই টুর্নামেন্টে খেলছেন; বাংলাদেশের এমন ক্রিকেটারের সংখ্যা ছয়—২০১৭ সালে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা ওই দলের সদস্য ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এ জায়গায় বাংলাদেশের পরই আছে ভারত, দলটির পাঁচজন ক্রিকেটার আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। এর মধ্যে কোহলি ও রোহিত এবার খেলতে যাচ্ছেন তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি।

২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ফ ইন ল র পরই

এছাড়াও পড়ুন:

বিপিএলের কোন আসরের চ্যাম্পিয়ন কারা

বিপিএলের সর্বশেষ চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। ২০২৫ এর এই আসরে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তামিম ইকবালের বরিশাল। 

বিপিএলের গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এ নিয়ে দলটির টানা দুই শিরোপা। বরিশালের মতো ২০২৩২০২২ এর আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ২০২৩ এর আসরে ফাইনালে সিলেটকে হারায়। তার আগের আসরে বরিশালকে পরাজিত কর। 

বিপিএলের ২০১৯-২০ সালের আসরে চকম দিয়েছিল রাজশাহীর ফ্র্যাঞ্জাইজি। রাজশাহী রয়্যালস সেবার হারিয়েছিল খুলনা টাইগার্সকে। ২০১৯ সালের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা। ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল তারা। ২০১৭’র আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সেবারও ঢাকা ডায়নামাইটস হেরেছিল ফাইনালে।

বিপিএলের ২০১৬ সালের চ্যাম্পিয়ন ঢাকা। রাজশাহী কিংসকে হারিয়েছিল তারা। ২০১৫ সালে বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা। বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটরস। প্রথমবার বরিশাল বার্নাস ও দ্বিতীয়বার হারায় চিটাগং কিংসকে।

বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্স আপের তালিকা:

সাল     চ্যাম্পিয়ন       রানার্সআপ
২০২৫   বরিশাল        চিটাগং কিংস
২০২৪   বরিশাল        কুমিল্লা
২০২৩   কুমিল্লা      সিলেট
২০২২   কুমিল্লা      বরিশাল
২০১৯   রাজশাহী         খুলনা
২০১৮   কুমিল্লা      ঢাকা
২০১৭   রংপুর       ঢাকা
২০১৬   ঢাকা      রাজশাহী
২০১৫   কুমিল্লা        বরিশাল
২০১৩   ঢাকা      চিটাগাং
২০১২   ঢাকা        বরিশাল

সম্পর্কিত নিবন্ধ

  • আদানিকে বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ
  • ভারত ও পাকিস্তানকে যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফেবারিট মনে করেন মুরালি
  • তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা
  • আদেশ না পৌঁছায় রায়ের ৮ বছর পর মুক্ত সাগর
  • আদেশ না পৌঁছায় খালাসের ৮ বছর পর মুক্ত সাগর
  • ধূসর অতীত পেরিয়ে আলোর অপেক্ষা
  • শ্রীপুরে কথিত সাধক মনির শাহকে মারধর করে পুলিশে সোপর্দ
  • বিপিএলের কোন আসরের চ্যাম্পিয়ন কারা