ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত বিশাল এক র‍্যালিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান।

দেশটিতে জাতীয় এ ছুটির দিন উদযাপনের জন্য বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। এ সময় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রদর্শন করা হয় নানা অস্ত্র।

প্রদর্শনীতে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে– ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে ও ১ হাজার ৮০০ কেজির বেশি ওজনের একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশহর’। আরও ছিল ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ ও ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল ‘হাজ কাসেম’। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’

ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।

তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি। 

‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প। 

আরো পড়ুন:

মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।

‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ