আজ টিভিতে যা দেখবেন (১১ ফেব্রুয়ারি ২০২৫)
Published: 11th, February 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে–অফ পর্ব আজ শুরু। এফএ কাপে আছে একটি ম্যাচ।লিজেন্ড ৯০ লিগ????
দুবাই জায়ান্টস–পাঞ্জাব শের
বিকেল ৪–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ১
দিল্লি রয়্যালস–গুজরাট স্যাম্প আর্মি
সন্ধ্যা ৭–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ১
ব্রেস্ত–পিএসজি
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২ ও ৩
জুভোন্টাস–পিএসভি
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১
স্পোর্তিং লিসবন–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫
এক্সেটার সিটি–নটিংহাম ফরেস্ট
রাত ২টা ????সনি লিভ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস ট ন
এছাড়াও পড়ুন:
চিকিৎসা পর্যটন সম্পর্ক জোরদারে ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫’ আয়োজন
মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫’ আয়োজন করেছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি শিল্প মালিক এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পৃক্ততা, বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা এবং নেটওয়ার্কিং সুযোগের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের অফিসিয়াল অংশীদার আরভিং এভিয়েশন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান।
মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো কীভাবে বাংলাদেশি রোগীদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। মালয়েশিয়ার দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল Thomson Hospital Kota Damansara and Institut Jantung Negara (IJN) এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের বিশেষজ্ঞরা cardiology, gynecology, and respiratory সমস্যাগুলোর ওপর অন্তদৃষ্টিপূর্ণ স্বাস্থ্য আলোচনা এবং অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসা জ্ঞান তুলে ধরেন। উভয় হাসপাতালের ডাক্তাররা রোগীদের ব্যক্তিগত পরামর্শ ও নির্দিষ্ট স্বাস্থ্য উদ্বেগগুলোর সমাধান দেন।
মিডিয়া অনুসন্ধান এবং আরও বিস্তারিত জানার জন্য আরভিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসাইনের সঙ্গে এই নম্বরে ০১৮৪১০০৬৪৫৩ যোগাযোগ করা যাবে।