জিম্মি মুক্তি স্থগিত করল হামাস, সামরিক বাহিনীকে প্রস্তুতের নির্দেশ ইসরায়েলের
Published: 11th, February 2025 GMT
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস। এর জেরে চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা। এ ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যেকোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। এতে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাঁদেরকে গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে।
হামাসের এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ‘হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে, তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পুরোপুরি লঙ্ঘন। আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।’ আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের ঘোষণার বিষয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারও সম্পত্তি নয় যে, এটা কেনাবেচা যাবে।
ট্রাম্পের বক্তব্য ছিল, তিনি গাজা ‘কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার’ করেছেন। এ বক্তব্যের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক বিবৃতিতে জানান, ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব। আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিনি সমস্যা সমাধান সম্ভব নয়।
১৫ মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা ১৬ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলে বন্দী কয়েক শ ফিলিস্তিনিও। এ ধারাবাহিকতায় আগামী শনিবার আরও তিনজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। একইসঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।
দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকী জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে ‘টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে’।
তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে- যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে।
পশ্চিম তীরের বিখ্যাত পাঠাগারে অভিযান
সিএনএন জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠাগারে অভিযান চালিয়ে বই জব্দ ও মালিক ইয়াদ মুনাসহ দু’জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ। ছবিতে দেখা যায়, বই, নোটবুক ও লেখার উপকরণ মাটিতে ছড়িয়ে রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মায়ের রান্নায় অনুপ্রাণিত হয়ে ক্যাফে খুলেছেন কঙ্গনা
‘দ্য মাউন্টেন স্টোরি’ নামটি মনে গেঁথে যাওয়ার মতো। কঙ্গনা রানাউতের সমালোচকরাও স্বীকার করবেন, কাহিনি যেমনই হোক তাঁর সিনেমার নামকরণে ভিন্নতা থাকে। কিন্তু মজার বিষয় হলো, দ্য মাউন্টেন স্টোরি কোনো সিনেমা নয়, কঙ্গনার একটি ক্যাফের নাম। তাই এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ইমার্জেন্সি’ কিংবা এরও আগে মুক্তি পাওয়া ‘ধাকড়’, ‘তেজস’, ‘পাঙ্গা’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ দেখে যারা হতাশ হয়েছেন, তাদের আঁতকে ওঠার কিছু নেই। কয়েক বছর ধরে নানা বিতর্কের জন্ম দেওয়া কঙ্গনা এবার হাঁটা শুরু করেছেন ভিন্নপথে।
জন্মস্থান হিমাচল প্রদেশের বিখ্যাত খাবার ভোজনরসিকদের পাতে তুলে দিতে খুলেছেন দ্য মাউন্টেন স্টোরি নামের ক্যাফে। এর সুবাদে অভিনেত্রী, মডেল, প্রযোজক, পরিচালকের পাশাপাশি ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ীর তালিকায় উঠে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই অভিনেত্রীর নাম।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কঙ্গনার শৈশবজুড়ে আছে শুধুই মায়ের হাতের রান্না করা খাবারের স্বাদ ও ঘ্রাণ। আর সেই স্মৃতিতে ভর করেই ক্যাফে খুলতে অনুপ্রাণিত হয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে একটি পোস্টে কঙ্গনা লিখেছেন ‘শৈশবের একটি স্বপ্ন জীবন্ত হলো হিমালয়ের কোলে আমার ছোট্ট ক্যাফের মধ্য দিয়ে। পর্বতের গল্প নামের এই ক্যাফেটি এক প্রেমের গল্পও রচনা করছে।’
কঙ্গনার এ কথা স্পষ্ট যে দ্য মাউন্টেন স্টোরির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে শৈশবের প্রেম, যে প্রেমে শিকড়কে চিনিয়ে দিতে চান। সে কারণেই অভিনেত্রী ক্যাফেতে রাখছেন ঐতিহ্যবাহী হিমাচলি থালি ও অন্যান্য স্থানীয় সুস্বাদু খাবার; যা নান্দনিকভাবে খাদ্যপ্রেমীদের কাছে পরিবেশন করা হবে।
এদিকে ক্যাফের খবরটি অনুরাগীদের অনেকের মুখে হাসি ফোটালেও সিনেমা দর্শকের হতাশা এখনও কাটেনি। কঙ্গনার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ইমার্জেন্সি’ বলিউডের বক্স অফিসে মুখে থুবড়ে পড়েছে। শুধু ব্যবসায়িক ব্যর্থতা নয়, সিনেমার কাহিনিতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ইতিহাস যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
প্রশ্নবিদ্ধ হয়েছেন সিনেমায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র উপস্থাপন নিয়ে। মুজিবুর রহমানের চরিত্রটিকে দিয়ে যে সংলাপ তুলে ধরা হয়েছে, তা মিথ্যা এবং পুরোপুরি মনগড়া বলেও সমালোচকদের দাবি। এমনকি ১৫ আগস্ট মুজিব হত্যাকাণ্ডের যে দৃশ্য ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখানো হয়েছে, সেটাও সঠিক নয় বলে দর্শক ও ইতিহাসবিদরা দাবি করেছেন। এত কিছুর পরও কঙ্গনা এ বিষয়ে মুখ খোলেননি। সিনেমার তুলে ধরা ইতিহাস নিয়ে যেসব প্রশ্ন উঠে আসছে, তার জবাব দেওয়ার বদলে মুখে কুলুপ এঁটে আছেন।