ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে
Published: 10th, February 2025 GMT
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলের সহায়তা দরকার।
সোমবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।
নির্বাচন কমিশন ইতোমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, ভালো একটি নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করণীয় প্রয়োজন, তা নির্বাচন কমিশন উদঘাটন করেছে। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এবং সে অনুযায়ী কাজ করব।
জেলা প্রশাসক ড.
এর আগে দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন ইসি আনোয়ারুল ইসলাম। সেখানে তিনি বলেন, আমাদের নতুন ভোটার তালিকার টার্গেট ৫ শতাংশ, কিন্তু আমরা মানিকগঞ্জে এসে দেখলাম ভোটারদের আগ্রহ অনেক বেশি। মানুষের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। আগামী নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ জরুরি। এ জন্য ভোটারদের বাড়ি গিয়ে তালিকা করা হচ্ছে। অবশ্যই এর ফল ভালো হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: নির্বাচনের রূপরেখা চায় বিএনপি
ছবি: পিআইডি