হাউজিংয়ের থাবায় হারাতে যাচ্ছে আরেকটি পুকুর
Published: 10th, February 2025 GMT
বরিশাল নগরীর বর্ধিত এলাকা ২৪ নম্বর ওয়ার্ড কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। নদীতে ড্রেজার স্থাপন করে পাইপ টেনে ওই এলাকাতে বালু দিয়ে পুকুর-জলাশয় ভরাটের যেন হিড়িক পড়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সিটি করপোরেশনের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে স্থানীয়রা।
২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকায় গত চার দিন ধরে একটি পুকুর প্রায় ভরাট করে ফেলেছে ‘ছালাম হাউজিং’ প্রকল্প। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিটি করপোরেশনের কর্মীরা গত রোববার বিকেলে গিয়ে ভরাট বন্ধ করেন। তবে তার আগেই পুকুরটির বেশির ভাগ ভরাট করা হয়ে গেছে। ওই এলাকায় ব্যবহারযোগ্য ওই পুকুরটিই অবশিষ্ট আছে। আশপাশের অনেক পুকুর, জলাশয়ের মতো খ্রিষ্টানপাড়ার এ পুকুরটি শেষ পর্যন্ত রক্ষা পাবে কিনা তা নিয়ে মানুষ সন্দিহান।
গতকাল সোমবার দুপুরে জিয়ানগর খ্রিষ্টানপাড়ায় গিয়ে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে হাউজিং প্রকল্প গড়া হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, জাগুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ছালাম মিয়া হাউজিংয়ের প্রতিষ্ঠাতা। তিনি বছর দুয়েক আগে মারা গেলে তার ছেলে ওহায়েদুর আনাম তানু পৈতৃক ব্যবসার দেখভাল করেন। ওই এলাকাটি আগে ছিল ফসলি জমি, পুকুর, জলাশয়। ছালাম হাউজিং একটু একটু করে সেগুলো ভরাট করে প্লট করে বিক্রি করছে।
এখন চোখ পড়েছে খ্রিষ্টানপাড়া থেকে ত্রিশ গোডাউন এলাকায় যেতে সড়কের পাশের বড় পুকুরটিতে। পুকুরের পশ্চিম প্রান্তে পাইপ স্থাপন করে বালু দিয়ে একাংশ ভরাট করেছে ছালাম হাউজিং। পুকুরের পাশের দোকানি কামাল হোসেন বলেন, গত ২০ বছর ধরে এই দোকানে বসে পুকুরটি দেখছি। স্থানীয়রা গোসল ও গৃহস্থালি কাজে পুকুরটি ব্যবহার করে আসছেন। চেয়ারম্যান ছালাম মিয়ার ছেলে তানু গত ৪ দিন ধরে পাইপ বসিয়ে বালু দিয়ে ভরছেন।
স্থানীয়দের তথ্য মতে, আগে এটি সরকারি খাস পুকুর ছিল। ৩০-৪০ বছর আগে প্রভাবশালী ছালাম চেয়ারম্যান কাগজপত্র তৈরি করে পুকুরটির মালিক হয়েছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, তারা লোক পাঠিয়ে পুকুর ভরাট বন্ধে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে করপোরেশনের উচ্ছেদ শাখার পরিদর্শক ইমরান রাজিব জানান, রোববার বেলা ১টার পর গিয়ে দেখেন ছালাম হাউজিং পাইপ বসিয়ে বালু ফেলছে পুকুরটিতে। তিনি তাৎক্ষণিক পাইপ অপসারণ করে ভরাট বন্ধ করেন। ছালাম হাউজিংয়ের বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে। পরিদর্শক বলেন, ছালাম হাউজিং দাবি করেছে এটি নালা জমি ছিল। কিন্তু আমরা বলে এসেছি, সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ভরাট করা যাবে না।
এসব প্রসঙ্গে ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম মিয়া হাউজিংয়ের স্বত্বাধিকারী ওয়াহেদুর আনাম তানু বলেন, পুকুর ভরাট হচ্ছে কিনা তা জানা নেই। জেনে এ বিষয়ে জানাবেন।
তবে ছালাম হাউজিংয়ের কেয়ারটেকার জাকির হোসেন বলেন, সিটি করপোরেশনের লোকজন এসে পাইপ খুলে কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা কাগজপত্র দেখিয়েছি যে এটা নালা জমি। হাউজিংয়ের রাস্তা করার জন্য পুকুরের একাংশ ভরছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছালাম হাউজিংয়ের বিরুদ্ধে এ ধরনের পুকুর, জলাশয় ও বিল ভরাট নতুন কিছু নয়। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, তারা ঘটনাস্থলে লোক পাঠিয়ে ব্যবস্থা নেবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: এল ক য়
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৫৩৫ জন এবং সাধারণ ক্যাডারের ৩ হাজার ৩২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ এপ্রিল। পরীক্ষা চলবে ১৬ জুন পর্যন্ত। সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের আলোকে গত ৮ এপ্রিলের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা–সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হলো এবং সংশোধিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয় ৭ ঘণ্টা আগেসংশোধিত নতুন বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কোনো পরীক্ষার্থী অন্তর্ভুক্ত হয়ে থাকলে তাদের কমিশনের ই-মেইল ([email protected]) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি দ্রুত জানিয়ে দেয়া হবে।
৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১–এর নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট সব সনদ/কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বৃদ্ধি, পদ ২৭৭১১ এপ্রিল ২০২৫৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫